নিজস্ব প্রতিবেদনঃ আমরা সবাই ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে ও ইউনিভার্সাল ট্রুথ ওয়েলফেয়ার সোসাইটি ও কোলাঘাট লোকশিক্ষা নিকেতনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে স্বাস্থ্য সচেতনতা শিবির। বহু বিশেষভাবে সক্ষম মানুষ যোগদান করেন এখানে। উক্ত অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলোকের সভাপতি শ্রী প্রভাস চৌধুরী মহাশয়। চরৈবেতি। এভাবেই যোগ্য নেতৃত্বে এগিয়ে চলবে ইসলোক বাবা লোকনাথের আশীর্বাদে। জয় বাবা লোকনাথ।
We are all organizing a health awareness camp organized by Friends Club and in collaboration with Universal Truth Welfare Society and Kolaghat Lok shiksha Niketan. Many specially-abled people join here. Mr. Prabhas Chowdhury, President of ISLOK was present as the special invitee on the occasion. Charaibeti. In this way, islok will move forward with the blessings of Baba Loknath under the able leadership. Jai Baba Loknath.