স্কুলে সচেতনতামূলক কর্মসূচি ‌


নিজস্ব সংবাদঃ প্যারিচরণ‌ সরকার সরকারি উচ্চ বিদ্যালয়ে চব্বিশে আগষ্ট বৃহস্পতিবার এক সচেতনতামূলক অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়ে গেলো‌। ক্লাস‌ টেন‌, ইলাভেন‌ এবং টুয়েলভ ‌এই তিন ক্লাসের ছাত্রদের নিয়ে awareness program ON ROAD SAFETY of SCHOOL STUDENTS. রাস্তায় চলাচল করার সময় তার কিছু নিয়ম কানুন আছে সেই ব্যাপারেও‌ সচেতনতামূলক পাঠ‌ দেন উপস্থিত অতিথি এবং পুলিশ অফিসারেরা‌। মটরবাইক্ চালানোর‌ সময় বারংবার হেলমেট পরে মটরবাইক্ চালানোর‌ কথাও বলেন অতিথিরা‌। পাশাপাশি মোবাইল ফোন কানে দিয়ে রাস্তা পারাপার এবং গান শুনতে শুনতে রেল‌ লাইন পেরানো‌ এই ব্যাপার‌গুলো‌ তুলে ধরেন অতিথিরা‌। অনুষ্ঠানের শুরুতেই বিভিন্ন সময়ে ঘটে যাওয়া পথ‌ দূর্ঘটনার‌ চিত্র‌ ‌তুলে ধরা হয়। তবে প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে এই আলাদা ‌। প্রশাসন শুধুমাত্র অপরাধী ধরেন‌ না তারা বিভিন্ন সময়ে বিভিন্ন স্তরে সচেতনতামূলক পাঠ‌ও দেন‌ যা‌ নিঃসন্দেহে আলাদা‌। এই সচেতনতামূলক অনুষ্ঠান সংগঠিত করেন মটর‌ ভিকেল‌ বারাসাত ‌‌।

Own News: An awareness program was held at Pari Charan Sarkar Government High School on Thursday 24th August. Awareness program ON ROAD SAFETY of SCHOOL STUDENTS with these three class students of class ten, eleven and twelve. The present guests and police officers also gave an awareness lesson about the fact that there are some rules and regulations while moving on the road. The guests also said that they often wear helmets while riding motorbikes. Besides, the guests highlighted the issues of crossing the road while listening to music and crossing the railway line while listening to music. At the beginning of the program, the road accidents that happened at different times were highlighted. However, such an initiative from the administration is undoubtedly different. The administration not only holds criminals but also gives awareness lessons at different levels at different times which are undoubtedly different. This awareness program was organized by Motor Vehicle Barasat.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights