স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মানব পাচার ও শিশু যৌন নির্যাতন নিয়ে এক সচেতনতা মূলক কর্মসূচি


মালদা: মহদিপুর বিওপির ৭০ নম্বর বিএসএফ ব্যাটেলিয়ান এবং একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মানব পাচার ও শিশু যৌন নির্যাতন নিয়ে এক সচেতনতা মূলক কর্মসূচির আয়োজন করা। রাজা রামমোহন রায় স্মৃতি বিদ্যাপীঠ স্কুলে আয়োজন করা হয়েছিল এই সচেতনতামূলক কর্মসূচির। উপস্থিত ছিলেন মহদীপুর বিওপির ৭০ নম্বর বিএসএফ ব্যাটেলিয়নের জওয়ান, ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং রাজা রামমোহন রায় স্মৃতি বিদ্যাপীঠের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রীরা। জানা যায় এদিন মানব পাচার ও শিশু যৌন নির্যাতন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। কিভাবে মানব পাচর ও শিশু যৌন নির্যাতন রুখতে হবে মূলত তা নিয়েই এই সচেতনতামূলক কর্মসূচি।

Malda: An awareness programme on human trafficking and child sexual abuse has been organized by the 70th BSF Battalion of Mahdipur BOP and a voluntary organization. This awareness program was organized at Raja Rammohan Roy Smriti Vidyapith School. Jawans of the 70th BSF Battalion of The Mahdipur BOP, members of the voluntary organisation and teachers and students of Raja Rammohan Roy Smriti Vidyapith were present on the occasion. It is known that human trafficking and child sexual abuse were discussed in detail on this day. This awareness program is mainly about how to prevent human trafficking and child sexual abuse.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights