ইন্দ্রজিৎ আইচঃ আগামী বছর অর্থাৎ ২০২২ সালে র ৪থ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে উইন্ডো প্রোডাকশনের নতুন ছবি ” বাবা, বেবি, ও”। আজ দক্ষিণ কলকাতার উইন্ডো র নতুন অফিসে এক সাংবাদিক সম্মেলনে এই ছবির দুই প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় জানালেন আমরা প্রায় দ ‘ বছর কোভিড এর জন্য কিছুই দর্শকদের জন্য করে উঠতে পারিনি। আগামী বছর নতুন করে নতুন ভাবনায় আমাদের চারটি ছবি আসছে। তার মধ্যে প্রথম টি হলো ” বাবা,বেবি,ও”। এই ছবির গল্প লিখেছেন জিনিয়া সেন। সম্পূর্ণ অন্য ধরনের গল্প। আজ ছবির একটি গানের মিউজিক লঞ্চ হল। গানটি হল “এই মায়াবী চাঁদের রাতে” গানটি লিখেছেন ক্যালিফোর্নিয়ার এক প্রবাসী বাঙালী চমক হাসান ও ফিরোজা বহ্নি। সুর করেছেন
চমক হাসান। এই ছবির পরিচালক অরিত্র মুখোপাধ্যায় জানালেন এই ছবিতে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, সোলানকি
রায়, গৌরব চ্যাটার্জী, মৈনাক ব্যানার্জী, রেশমী সেন, রজত গাঙ্গুলী সহ আরো অনেকে। আজ এই একটি গানের মিউজিক লঞ্চে হাজির ছিলেন যীশু, সোলানকি, মৈনাক, গানের শিল্পীরা, পরিচালক ও প্রযোজক। আগামী দিনে উইন্ডোর ব্যানারে মুক্তি পাবে আরো তিনটি ছবি। ছবি গুলি হলো বেলা শুরু, হামি ২ ও লক্ষী ছেলে।