বলা ভালো মেলালেন তিনি মেলালেন সাহিত্যের হাত


সুমাল্য মৈত্রঃ  পরিষ্কার করে বলতে হলে আন্তর্জাতিক সাহিত্য পত্রিকা উৎসবের হাত ধরে গতকাল শনিবার ৯ ই এপ্রিল পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি সবাঘরে‌ হয়ে গেলো এক মনঙ্গ অনুষ্ঠান ‌‌। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত নাট্য অভিনেতা দেবশঙ্কর হালদার / কবি কৃষ্ণা বসু/ কবি মন্দাক্রান্তা সেন/ কবি চিত্রা লাহিড়ী ও কবি রূপক চক্রবর্তী সহ আর‌ও অনেক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব। জীবনভর লেখালেখির জন্য এদিন কবি মন্দাক্রান্তা সেনকে সন্মানিত করার পাশাপাশি সম্মান জানানো হয় নাট্য ব্যক্তিত্ব দেবশঙ্কর হালদার/ এই প্রজন্মের তরুন চিত্রকর রৌদ্র মিত্র সহ আর‌ও অনেকেই ‌‌।উৎসব পত্রিকার এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রেক্ষাগৃহ ছিলো কানায় কানায় পূর্ণ। মুগ্ধতা ও মগ্নতা এদিন মিলে মিশে একাকার হয়ে গেছিলো ‌প্রাক্তন অধ্যাপিকা ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি কৃষ্ণা বসু কবিতার তাৎপর্যতা কি সেই বিষয়ে এক চমৎকার ও মন ছুঁয়ে যাওয়া বক্তব্য রাখেন। পাশাপাশি তিনি স্মৃতি থেকে পাঠ করেন বেশ কিছু স্বরচিত কবিতাও‌। আন্তর্জাতিক এই সাহিত্য পত্রিকার পক্ষ থেকে এদিন ছাত্র ছাত্রীদের মধ্যে প্রদান করা হয় মেধাবৃত্তি ‌।‌ আমন্ত্রিত কবিদের কবিতাও এদিন উপস্থিত দর্শকদের মন ছুঁয়ে যায়। দেশের বাইরেও যে‌ ভাবে উৎসব পত্রিকা সাহিত্যর প্রচার ও প্রসারে হাত লাগিয়েছে তাতে ভর দিয়ে বলাই যায়‌ সাহিত্য কখনো কোনদিনও কোনো সীমান্ত মানে না ‌।উৎসব পত্রিকার এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে সঞ্চালনায় যথেষ্ট কৃতিত্বের দাবি রাখেন উৎসব পত্রিকার সহ সম্পাদক ও কবি প্রবীর মন্ডল‌।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights