”বাংলা মোদের গর্ব “ শীর্ষক হস্তশিল্প মেলা নদিয়ার কল্যাণীতে


নিজস্ব সংবাদঃ নদিয়ার কল্যাণীতে ২৭জানুয়ারী অনুষ্ঠিত হ’ল বাংলা মোদের গর্ব শীর্ষক হস্তশিল্প মেলা। আয়োজক পশ্চিমবাংলা তথ্য সংস্কৃতি বিভাগ ও নদিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় ২৭ জানুয়ারী থেকে ২৯ জানুয়ারী ২০২৪ কল্যাণী আই টি আই ময়দানে শুরু হ’ল তিনদিনের উৎসব। সঙ্গে কারার ঐ লৌহ কবাট শীর্ষক একটি অভাবনীয় প্রদর্শনী। উৎসবের সূচনা করেন পশ্চিমবঙ্গে কারীগরি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয়। উপস্থিত ছিলেন, রানাঘাট মহকুমা আধিকারিক, শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী, কল্যাণী পৌরসভার সভাপতি, নদিয়া জেলা পঞ্চায়েত সভাধিপতি ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। শুরুতেই বিশিষ্ট ব্যক্তিবর্গকে জেলার আদিবাসী নৃত্য ও বাদ্য দিয়ে অভ্যর্থনা জানানো হয়। সাথে থাকছে জেলার সংস্কৃতি প্রেমী গোষ্ঠীর উপস্থাপনা।

Own News : A handicraft fair titled Bangla Moder Garbo was held on January 27 at Kalyani, Nadia. The three-day festival began on January 27 to January 29, 2024, at ITI Maidan in Kalyani in collaboration with the West Bengal Information and Culture Department and Nadia District Administration. With an unimaginable exhibition titled Kara’s Iron Bowl. The festival was inaugurated by Ujjal Biswas, Minister in charge of Technical Department, West Bengal. Ranaghat Sub-Divisional Officer, Santipur MLA Braj Kishore Goswami, President of Kalyani Municipality, President of Nadia Zila Panchayat and other dignitaries were present on the occasion. At the outset, the dignitaries were welcomed with tribal dances and musical instruments of the district. There will be a presentation of the district’s culture loving group.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights