বঙ্গ সাহিত্য সংস্কৃতি পরিষদের আয়োজনে শব্দঝর্ণা পত্রিকার অনুষ্ঠান


ইন্দ্রজিৎ আইচঃ আজ মধ্যমগ্রাম বিএড কলেজে অনুষ্ঠিত হয়ে গেলো বঙ্গ সাহিত্য সংস্কৃতি পরিষদ এর আয়োজনে শব্দঝর্ণা পত্রিকার অনুষ্ঠান। আজ বর্ণাঢ্য এক অনুষ্ঠানে শব্দঝর্ণাপত্রিকার বইমেলা সংখ্যা প্রকাশিত হলো। ৩২ তম বর্ষে এই অনবদ্য সাহিত্য সংখ্যা টি প্রকাশ করেন বিখ্যাত সাহিত্যিক ও কবি আরণ্যক বসু ও জনপ্রিয় শিশু সাহিত্যিক লক্ষিনারায়ণ চক্রবর্তী। মঞ্চে উপস্থিত ছিলেন শব্দঝর্ণার সম্পাদিকা তৃপ্তি ভট্টাচার্য, সমাজসেবী দিলীপ বিশ্বাস, আইনজীবী মিহীনুর হোসেন ও প্রদীপ বড়াল। সকলেই তাদের উদ্বোধনী ভাষণে এই পত্রিকার শ্রীবৃদ্ধি কামনা করেন। এই সাহিত্য অনুষ্ঠানে সমবেত শিল্পী সাহিত্যিকরা গান ও কবিতা পাঠে মেতে ওঠে। কবিতা পাঠে অংশ নেয় সাংবাদিক ইন্দ্রজিৎ আইচ, কবি অজয় সাহা, শোভন মৈত্র, জয়া রায়, শ্রাবনী মৈত্র, অঞ্জন ভট্টাচার্য, কুমার রায় সহ আরো অনেক সাহিত্যিক। তৃপ্তি ভট্টাচার্য সম্পাদিত এই ১১২ পাতার বইতে কবিতা, গল্প, প্রবন্ধ, ছড়া, রম‍্য রচনা, মনীষীদের জীবনী ও অনুগল্প
রয়েছে। প্রতিটা লেখা খুব যত্ন সহকারে ছেপেছেন সম্পাদিকা। আজ সকল কবি ও সাহিত্যিকরা শব্দঝর্ণা র অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাহিত্যে অনুষ্ঠানে অংশ নেয়। করোনার জন্য সরকারি স্বাস্থ্য বিধি মেনে আজ এই অনুষ্ঠান পালিত হলো। সঞ্চালনায় ছিলেন দিলীপ বিশ্বাস। সমগ্র অনুষ্ঠান ভাবনা, পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন শব্দঝর্ণা সাহিত্য পত্রিকার সম্পাদিকা তৃপ্তি ভট্টাচার্য।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights