প্রয়াত দুই কমরেডের স্মরণে ব্যারাকপুরে রক্তদান শিবির


বিশ্বজিৎ নাথঃ প্রয়াত দুই কমরেড খোকন গাঙ্গুলি ও দীনেশ দাসের স্মরণে বৃহস্পতিবার সিপিআইএমের ব্যারাকপুর এরিয়া কমিটির উদ্যোগে ব্যারাকপুর সাধু মুখার্জি রোড সিপিআইএম কার্যালয়ে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির রক্তদান শিবির। উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভার প্রাক্তন সাংসদ তড়িৎ বরন তোপদার, প্রাক্তন বিধায়ক চিকিৎসক কুশধ্বজ ঘোষ, চিকিৎসক প্রবীন কুমার, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায়, সিপিআইএম উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্য পার্ভেজ রহমান বিশ্বাস, সিপিআইএম এরিয়া কমিটি সম্পাদক তমাল চক্রবর্তী সহ-অন্যান্য নেতৃবৃন্দ। এদিন ৪৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights