[vc_row][vc_column][vc_video link=”https://youtu.be/q4mZVVLSNCc” align=”center”][vc_column_text]সুমিত, মালদা, ১৭ মালদা : অভিযোগ পেয়ে খুচরো বাজারের সবজির দাম নিয়ন্ত্রণ আনতে ঋষি বঙ্কিমচন্দ্র পৌর বাজারে হানা দিলেন জেলাশাসক। বুধবার সকাল দশটা নাগাদ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে সবজি ও মাছ বাজার পরিদর্শন করেন জেলাশাসক নীতিন সিংহানিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক সামন্ত লায়েক, অতিরিক্ত জেলাশাসক দেবাহুতি ইন্দ্র সহ অন্যান্য আধিকারিকরা। সবজি বাজারে দাম দর করে নিজেও বাজার করেন জেলা শাসক।[/vc_column_text][/vc_column][/vc_row]
