শুভ ঘোষের রিপোর্টঃ আজ দক্ষিণ 24 পরগনার জেলার মহেশতলার , রামেশ্বরপুরে ৪ইও ৫ ই জুলাই দু’দিনব্যাপী আতশবাজির এক প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে যারা প্রশিক্ষক বা শিক্ষিকা ছিলেন তাদের মধ্যে অন্যতম ভারত সরকার স্বীকৃত নাগপুরের গবেষক সাধনা রাইলু। প্রদেশ আতশবাজির ব্যবসায়ী সমিতির সম্পাদক শুকদেব নস্কর জানান আগামী দিনে এই আতশবাজি তৈরি প্রশিক্ষণ পরিচয় পত্র পাওয়ার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। দক্ষিণ ২৪পরগনা জেলার বিষ্ণুপুরের বিধায়ক তথা পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল জানান সরকারের এবং আদালতের নিয়ম বিধি মেনে তাঁরা এই নুঙ্গী মহেশতলায় যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। আজকের এই অনুষ্ঠানে বহু বিশিষ্টজন ও বিভিন্ন জেলার বাজি ব্যবসায়ীরা উপস্থিত হন তাদের মধ্যে অন্যতম হলেন রয়েল ইন্ডাস্ট্রিজ আতসবাজির মালিক শেখ রফিউল, প্রদেশ আতশবাজি ব্যবসায়ী সমিতির সম্পাদক শুকদেব নস্কর মহেশতলা ৩০ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি অজয় রাজ, মহেশতলা ব্লকের কর্মাদক্ষ কংগ্রেস নেতা নবীন বাছারও উপস্থিত ছিলেন।
Shubha Ghosh’s report: A two-day training camp of fireworks was organized today at Maheshtala in South 24 Parganas district, Rameshwarpur on July 4 and July 5. One of those who was an instructor or teacher at the event was Sadhna Rylu, a researcher from Nagpur accredited by the Government of India. Shukdev Naskar, secretary of the Pradesh Fireworks Traders Association, said that in the coming days, there will be a lot of benefits in getting the training identity card made of these fireworks. Dilip Mandal, MLA from Bishnupur in South 24 Parganas district and minister of state for transport, said that as per the rules of the government and the court, they promised to stand by those involved in this business in Nungi Maheshtala. Today’s event was attended by many dignitaries and betting traders from different districts, among them being Sheikh Rafiul, owner of Royal Industries fireworks, Shukdev Naskar, secretary of The Pradesh Fireworks Traders Association, Ajay Raj, Trinamool President of Ward No. 30, Ajay Raj, Trinamool President of Ward No. 30, Naveen Bachhar, working Congress leader of Maheshtala Block.