ইন্দ্রজিৎ আইচঃ আগামী ২০ মে ২০২২ শুক্রবার মুক্তি পাচ্ছে প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্ত অভিনীত তাদের জুটির শেষ ছবি বেলাশুরু। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত বেলাশেষে তেও তারা প্রয়াত এই দুই শিল্পী অভিনয় করেছিলেন।খুব জনপ্রিয় হয়েছিল সেই জুটির ছবিটি। এর পর আবার আগামী ২০ মে ২০২২ শুক্রবার মুক্তি পাবে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবি বেলাশুরু। গত ২৯ শে মার্চ দক্ষিণ কলকাতার ডি কে এস ক্লাবে মুক্তি পেলো বেলাশুরু ছবিতে অনুপম রায়ের গান “সোহাগে আদরে”। সেইদিন টি ছিল অনুপম রায় এর জন্মদিন। অনুপম সাংবাদিক সম্মেলনে বেলাশেষে ও বেলাশুরু ছবির গান শোনান ও অনেক স্মৃতির কথা বলেন। বেলাশুরুর সোহাগে আদরে গানটির মিউজিক লঞ্চ হলো।উপস্থিত ছিলেন এই ছবির অভিনেতা শঙ্কর চক্রবর্তী, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, অনিন্দ্য, অভিনেত্রী মনামি ঘোষ, ইন্দ্রানী দত্ত, পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় সহ আরো অনেকে। সকলেই এই ছবির শুটিং ও প্রয়াত সৌমিত্র ও স্বতীলেখা সম্পর্কে নানা স্মৃতিচারণ করেন। উইন্ডো প্রযোজিত এই ছবিতে আর যারা অভিনয় করেছেন তারা হলেন
ঋতুপর্ণা সেনগুপ্ত, অপরাজিত আঢ্য, খরাজ মুখোপাধ্যায়। সোহাগে আদরে
গানটির কথা ও সুর অনুপম রায়ের । সকলের ভালো লাগবে এই গানটি।