বিশ্বজিত রায়ের রিপোর্টঃ বেতাই সিভিলগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পড়াশোনার করার জন্য ঘর না থাকার কারণে বাইরে ত্রিপল টানিয়ে, তার নিচে ক্লাস চলছে, বর্ষার সময় হঠাৎ বৃষ্টি চলে আসা ও যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে এই অভিযোগে অভিভাবকরা ছাত্রছাত্রীদের নিয়ে পথ অবরোধ করেন। এরপরে খবর যায় প্রাথমিক school s i অফিসে। s i মহাশয়া এসে অভিভাবকদের সাথে কথা বলেন ও ক্লাস রুম তৈরির আশ্বাস দিলে পথ অবরোধ উঠে যায়।