প্রকাশিত হলো ভক্তিবিনোদ ঠাকুরের স্বরচিত জীবনী গ্রন্থ


ইন্দ্রজিৎ আইচ: আজ গুরুসদয় রোডের ইসকন হাউসে প্রকাশিত হলো দেজ পাবলিশিং থেকে শ্রী শ্রী কেদার নাথ দত্ত (ভক্তিবিনোদ ঠাকুরের স্বরচিত জীবনী গ্রন্থ )। বইটির প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর সুমন্ত রুদ্র, ইস্কনের সহ সভাপতি রাধারমন দাস, গৌরাঙ্গ দাস প্রভু ও বইটির সম্পাদক ডক্টর শান্তনু দে। এক সাংবাদিক সন্মেলনে রাধারমন দাস জানালেন যারা বৈষ্ণব ধর্ম কে ভালোবাসেন ও সারা বিশ্বে যে সব ভক্ত আছেন তাদের কাছে এই গ্রন্থ খুব গুরুত্ব পূর্ন। রাধারমন কুন্ডু জানালেন কেদারনাথ দত্ত বাঙালি বৈষ্ণব ধর্মের পুনরুদ্ধারকারি এক মানুষ। এই বইটা বৈষ্ণবধর্মের ইতিহাসকে মানুষের মধ্যে আরো জাগরিত করবে। দেজ থেকে প্রকাশিত এই বইয়ের দাম ৩৪৯ টাকা মাত্র।

Indrajit Aich: Sri Sri Kedar Nath Dutta (a biography of Bhaktivinod Tagore) was published today at ISKCON House, Gurusday Road, from Dej Publishing. Dr. Sumanta Rudra, Vice President of ISKCON Radharaman Das, Gaurang Das Prabhu and editor of the book Dr. Shantanu Dey were present at the book release. In a press conference, Radharaman Das said that this book is very important to those who love Vaishnavism and devotees all over the world. Radharaman Kundu said that Kedarnath Dutta was a man who restored Bengali Vaishnavism. This book will make people more aware of the history of Vaishnavism. The price of this book published by Dej is only 349 taka.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights