মন্মথপুরে ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রণব রথযাত্রা


ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা যুগাবতার শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের ১২৯ তম শুভ আবির্ভাব তিথি ও মাঘীপূর্ণিমা উপলক্ষ্যে দক্ষিণ ২৪ পরগণা জেলার কাকদ্বীপের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকায় সাড়ম্বরে পালিত হল প্রণব রথযাত্রা মহোৎসব । ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরের উদ্যোগে এই বিশেষ রথযাত্রা এবছর নবম বর্ষে পদার্পণ করেছে। রথযাত্রা ছিল বেশ দৃষ্টিনন্দন। বর্ণাঢ্য শোভাযাত্রায় ৮টি দেব-দেবীর জীবন্ত প্রতিরূপ, ২১টি হরিনামের দল, ২১টি মহিলা ঢাকি, ৫০টি ব্রতচারী স্কুল ছাত্র ছাত্রী ও ৩১জন আদিবাসী মায়েদের নৃত্য, ব্যান্ড সহ অগণিত ভক্তদের ভীড় ছিল চোখে পড়ার মতো।
এই প্রণব রথের মহারথী হিসাবে রাখা হয় আচার্য্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজ ও সারথী স্বয়ং ভগবান শিবের মুর্তি। স্বামী প্রণবানন্দ মহারাজের ১২৯ আবির্ভাব তিথি উপলক্ষে ১২৯টি ধূনাচি, ১২৯টি শঙ্খ ধ্বনি ও ১২৯টি মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে সঙ্ঘ সন্ন্যাসী ও গুণীজনের নেতৃত্বে মন্মথপুর হিন্দু মিলন মন্দির থেকে রবিবার সন্ধ্যায় প্রনব রথের যাত্রা শুরু হয়। তারপর ধীরে ধীরে বাঁশতলা কালনাগিনী নদীঘাট, মা মনসা মন্দির,‌ মন্মথপুর প্রণবানন্দ বিদ্যামন্দির, বিজননগর শিতলা-বিশালাক্ষ্মী মন্দির হয়ে নানা ট্যাবলো দিয়ে সুসজ্জিত রথ গ্রামের মধ্যে দিয়ে সুদীর্ঘ পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে। শান্তি ও কল্যাণের সংকল্পে এই রথ পরিক্রমায় স্থানীয় প্রশাসন সহ পথের দুইধারে শতশত উৎসাহিত মানুষের সমাগম ঘটে।

On the occasion of the 129th auspicious birth anniversary of the founder of Bharat Sevashram Sangh, Shrimat Swami Pranavanandaji Maharaj, the Pranava Rath Yatra Festival was celebrated at Sambar in Rabindra Gram Panchayat area of ​​Kakdwip, South 24 Parganas district. This special Rath Yatra has entered its ninth year this year under the initiative of Manmathpur Pranab Mandir, Rural Service Center of Bharat Sevashram Sangh. The chariot ride was quite spectacular.

The colourful procession was witnessed by countless devotees including live effigies of 8 gods and goddesses, 21 Harinam troupes, 21 female dhakis, 50 bratchari school students and 31 tribal mothers dancing, bands. Acharya Shrimat Swami Pranavanandaji Maharaj and the charioteer himself are idols of Lord Shiva as the Maharathi of this Pranava Rath. On the occasion of
129 Abirbhava Tithi of Swami Pranabananda Maharaj, Pranab Rath Yatra started from Manmathpur Hindu Milon Mandir on Sunday evening by lighting 129 Dhunachi, 129 Conch Sound and 129 Mangal Lamps. Then slowly passing through Banshtala Kalnagini Nadighat, Ma Mansa Mandir, Manmathpur Pranabananda Vidyamandir, Vijannagar Shitla-Vishalakshmi Temple, the chariot passed through the village decorated with various tableaus for a long five-kilometre route. Hundreds of enthusiastic people gather on both sides of the route along with the local administration in this Rath Parikrama for peace and welfare.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights