ভারত সেবাশ্রমে পালিত হল সংকল্প দিবস


ইন্দ্রজিৎ আইচঃ ভারত সেবাশ্রম সঙ্ঘ অনুমোদিত দক্ষিণ ২৪ পরগণা জেলা হিন্দু মিলন মন্দির কমিটির পরিচালনায় দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ডহারবার ভারত সেবাশ্রম সঙ্ঘে জেলার ৫২টি হিন্দু মিলন মন্দির ও সেবাকেন্দ্রের কর্মীদের বিজয় সম্মিলনী ও সংকল্প দিবস পালিত হল৷ এই অনুষ্ঠানে সঙ্ঘের সন্ন্যাসী, ব্রহ্মচারী সহ জেলা কমিটির কর্মীরা উপস্থিত ছিলেন ৷ অনুষ্ঠানে প্রতিটি হিন্দু মিলন মন্দিরকে এবছর ১লা নভেম্বর থেকে ২০২৩ সালের ৬ জানুয়ারী, পর্যন্ত ৬৭ দিনের সংকল্প দিবস পালনের অঙ্গীকার করা হয়৷ সঙ্ঘের সন্নাসীরা জানান, এই শঙ্কল্প দীবসের মধ্য দিয়ে পুরো দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে যেকোনো দুর্যোগ বা অন্যান্য পরিস্থিতিতে মানুষের পাশে থাকা ও অসহায় মানুষদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার সংকল্প নেন হিন্দু মিলন মন্দিরের কর্মী সদস্য ও কর্মকর্তারা।

Indrajit Aich: The Bharat Sevashram Sangha affiliated South 24 Parganas District Hindu Milan Mandir Committee organized the Victory Sammilani and Sankalp Diwas of the workers of 52 Hindu Milan Temples and Seva Kendras in The Diamond Harbour Bharat Sevashram Sangha district of South 24 Parganas. According to the sangh’s sannyasins, through this sankalp divas, the staff members and officials of the Hindu Milan Temple have resolved to extend a helping hand to the helpless people in any disaster or other situation across the entire South 24 Parganas district.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights