ভারত সেবাশ্রম এর উদ্যোগে পুরীর রথযাত্রায় পুন্যার্থীদের সেবা 


ইন্দ্রজিৎ আইচঃ পুরীর রথযাত্রা উপলক্ষে তীর্থ যাত্রীদের সব রকম সহযোগিতা করতে এগিয়ে এসেছে ভারত সেবাশ্রম সংঘ। সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজের নেতৃত্বে কয়েকশো সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবক ভারত সেবাশ্রম সংঘ প্রাঙ্গন ছাড়াও রথ পরিক্রমা পথ বরাবর  যাত্রীদের সবরকম সহযোগিতা করছে। এর পাশাপাশি যাত্রীদের থাকা এবং প্রসাদ খাওয়ার ব্যবস্থার পাশাপাশি মেডিক্যাল ক্যাম্পের ব্যাবস্থা করা হয়েছে ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে। সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ জানান, পুরীর রথ সারা বিশ্বের মধ্যে অন্যতম। প্রতিবছর হাজার হাজার মানুষের সমাগম হয় এই রথযাত্রা উপলক্ষে। বিগত দু’বছর করোনার জন্য মানুষের সমাগম কিছুটা কম ছিল। এ বছর সেই জনসমাগম অনেকটাই বেড়েছে। রথযাত্রা উপলক্ষে হিন্দু ধর্ম সম্মেলন ছাড়াও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ভারত সেবাশ্রমের পক্ষ থেকে।

Indrajit Aich: Bharat Sevashram Sangha has come forward to extend all possible help to the pilgrims on the occasion of Rath Yatra in Puri. Hundreds of monks and volunteers led by Swami Vishwatmananda Maharaj, the editor-in-chief of the Sangh, are extending all possible help to the passengers along the Rath Parikrama route, apart from the Premises of the Bharat Sevashram Sangha. In addition to this, arrangements for passengers to stay and eat prasad, as well as medical camps have been arranged by the Bharat Sevashram Sangha. Sangh’s editor-in-chief Swami Vishwatmananda Maharaj said Puri’s rath is one of the most important in the world. Thousands of people gather every year on the occasion of this rath yatra. In the last two years, the number of people for Corona was a little less. This year, the crowd has increased a lot. Apart from the Hindu Dharma Sammelan on the occasion of Rath Yatra, various events have been organized by the Bharat Sevashram.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights