ইন্দ্রজিৎ আইচ : আজ শুভ ভাইফোঁটা উপলক্ষে ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা আচার্য্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের “ধর্মের প্রাণ- আচার, অনুষ্ঠান ও অনুভূতিতে” সাধন সিদ্ধ বাণীকে সংকল্প করে ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দির “গণ ভাইফোঁটা মিলনোৎসব” এর আয়োজন করেন। এই অনুষ্ঠানে ভাইফোঁটার সমস্ত রীতি নীতি মেনে কেবলমাত্র ভাইহীন বোন এবং বোনহীন ভাইয়ের উপস্থিতিতে সু-সম্পন্ন হয়। মন্মথপুর প্রণব মন্দিরের এই মহতি আয়োজনে সারা রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে ছোট বড় করে প্রায় শতাধিক ভাই এবং বোন অংশগ্রহণ করেন। এরা এই মহতি আনন্দ থেকে বিগত দিনে বঞ্চিত ছিল ভাই বোনহীন হওয়ার কারনে। আজ তারা সবাই এমন সুন্দর অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে ভীষন খুশি। অজানা, অচেনা ভাই বোনের এই মহামিলনে সকাল থেকে ভাইয়েদের জন্য পাঁচ রকম মিষ্টি, ফলাদি, সুজি, লুচি আলুরদম সহ মালা ঘুনসী সব আয়োজনে সাজ সাজ রব ছিল। সকাল সাড়ে নটায় প্রথা মেনে গুরু মন্দির থেকে আশীর্বাদ নিয়ে একসাথে প্লেটে করে উপাচার সাজিয়ে ভাইহীন বোনেরা বোনহীন ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে যমের দুয়ারে কাঁটা বিছিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করেন।
Indrajit Aich: On the occasion of Happy Bhaiphonta today, The Founder Acharya of Bharat Sevashram Sangha, Shrimat Swami Pranabanandaji Maharaj, has organized “Gana Bhaiphonta Milanotsav” at Manmathapur Pranab Mandir, the rural service center of Bharat Sevashram Sangha, with the determination of sadhan siddha bani message in the “life- rituals, ceremonies and feelings of religion”. In this ceremony, following all the customs of bhaiphota, it is done only in the presence of a brotherless sister and sisterless brother. More than 100 brothers and sisters from all over Rabindra Gram Panchayat area participated in this grand event of Manmathapur Pranab Mandir. They were deprived of this great joy in the past due to their brotherlessness. Today they are all very happy to be present at such a beautiful event. In this great meeting of unknown, unknown brothers and sisters, from the morning, there were five types of sweets, fruits, suji, luchi alurdam and mala ghoonsi for the brothers. At 9:30 in the morning, according to the tradition, the brothers and sisters took blessings from the Guru Temple and arranged the upachara on a plate together and spread the thorns on the forehead of the sisterless brother and prayed for their long life.