পঞ্চায়েত নির্বাচনকে ‘পাখির চোখ’ করে এবার ময়দানে জেলা পরিষদের বিজেপি প্রার্থী রত্না সিনহা !


করণদিঘীঃ মোহাম্মদ জাকারিয়া : পঞ্চায়েত নির্বাচনকে ‘পাখির চোখ’ করে এবার ময়দানে ১৪ নম্বর জেলা পরিষদের বিজেপি প্রার্থী রত্না সিনহা।কেবল তাপপ্রবাহ নয়, গ্রাম বাংলার রাজনীতি উত্তপ্ত পঞ্চায়েত নির্বাচনের ঘোষণায়। রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৮ই জুলাই রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের প্রার্থী নির্বাচনে জন্য ভোট হবে রাজ্যে। এই পঞ্চায়েত নির্বাচনকে ‘পাখির চোখ’ করে ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। ঘাসফুল থেকে পদ্ম শিবির। পিছিয়ে নেই কেউ। এবার গ্রামে গ্রামে নির্বাচনী প্রচারে বেরোলেন ১৪ নম্বর জেলা পরিষদের বিজেপি প্রার্থী রত্না সিনহা। তিনি দোমোহনা পঞ্চায়েতের সাতভেটি, চনদোরগা, শতিঘাটা, সাদা বরত, পিয়াজগাও, বেগুয়া সহ বিভিন্ন এলাকায় পথসভা করে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দেন। রাস্তাঘাট, পানীয় জলের পরিষেবা, বিদ্যুৎ পরিষেবা কোনো ক্ষেত্রেই খামতি থাকবে না, এমনটাই প্রতিশ্রুতি দেন বিজেপি প্রার্থী রত্না সিনহা। একই দিনে করণদিঘী ১ নম্বর মন্ডলের সাটভেটি গ্রামের প্রায় ২৫ টি পরিবার তৃণমূল থেকে বিজেপি থেকে যোগদান করেন বলে জানিয়েছেন করণদিঘী ব্লক বিজেপির নির্বাচন কমিটির ইনচার্জ সুভাষ গোস্বামী।

Karandighi: Ratna Sinha, the BJP candidate of Zilla Parishad No. 14, has made the Mohammad Zakaria Panchayat election a ‘bird’s eye’. Not only the heat wave, but the politics of Gram Bengal is heated with the announcement of panchayat elections. According to the notification of the State Election Commission, the tri-tier panchayat polls will be held in the state on July 8. Voting for Gram Panchayat, Panchayat Samiti and Zilla Parishad candidates will be held in the state. Political parties have entered the fray by making this panchayat election a ‘bird’s eye’. Grasshopper to Lotus camp. No one is left behind. This time BJP candidate of district council number 14 Ratna Sinha came out for village election campaign. He held road meetings in various areas including Satveti, Chandorga, Shathighata, Sada Bharat, Piazgao, Begua of Domohana Panchayat and gave a message to stand by the common people. BJP candidate Ratna Sinha has promised that there will be no shortage of roads, drinking water services, electricity services. On the same day, about 25 families of Satveti village of Karandighi Mandal No. 1 joined the BJP from the Trinamool, said Subhash Goswami, in-charge of Karandighi Block BJP Election Committee.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights