অভিনব পন্থায় অষ্টম, নবম ও দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নিয়ে নিজের জন্মদিন উপলক্ষে সচেতনতা শিবির


করণদিঘী থেকে মোহাম্মদ জাকারিয়াঃ সোমবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের অন্তর্গত দমদমা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সঞ্জয় টুডু এক অভিনব পন্থায় অষ্টম, নবম ও দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নিয়ে নিজের জন্মদিন উপলক্ষে সচেতনতা শিবিরের আয়োজন করেন। বয়ঃসন্ধিকালে ছাত্র-ছাত্রীরা যাতে বিপথে চালিত না হয়, বিজ্ঞান-মনস্ক করার জন্য প্রতিযোগিতা মূলক ‘বিজ্ঞান’ বিষয়ক প্রবন্ধ রচনা লেখা ও ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় অনুপ্রাণিত করার জন্য বিগত দশ বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদের নাম ও প্রাপ্ত নম্বরের তালিকা প্রকাশ করা হয়। পরিশেষে প্রত্যেককে একটি করে চারা গাছ প্রদান করা হয়। উপস্থিত ছিলেন দমদমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানণীয় নীলধর সিনহা, প্রেসিডেন্ট মানণীয় জামিনি কুমার সিনহা, সহকারী প্রধান শিক্ষক মানণীয় রিত্তিক দে, করণদিঘী গ্ৰামীণ হাসপাতালের lady counsellor মানণীয়া পম্পা চৌধুরী, para medical worker মানণীয়া জয়শ্রী তালুকদার ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণ।

On Monday, Sanjay Tudu, a teacher of Damdama High School in Karandighi block of North Dinajpur district, organized an awareness camp on the occasion of his birthday with the students of classes 8, 9 and 10 in a unique way. The list of names and marks obtained by the secondary and higher secondary students of the last 10 years was published in order to not mislead the students during adolescence, to write a competitive ‘science’ essay to make them science-minded and to inspire the students to study. In the end, each of them was given a sapling. Among others, Headmaster of Damdama High School Mananiya Nildhar Sinha, President Honorable Jamini Kumar Sinha, Assistant Headmaster Mananiya Rittika Dey, Lady Counsellor of Karandighi Rural Hospital Mananiya Pampa Chowdhury, Para Medical Worker Mananiya Jayashree Talukder and other teachers were present.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights