বিষাদের মাঝেই উমার বিদায়


গোপাল বিশ্বাস, নদীয়া-ঃ বাঙ্গালির প্রাণের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। পঞ্চমি থেকে পুজোর আনন্দে মত্ত ছিল সকলে। নবমীর রাত থেকেই ভারাক্রান্ত মন সকলের। দশমির সকাল থেকেই পুজো মণ্ডপে মন্ডে দশমির পুজো হয়, পুজো শেষে দেবী বরণ ও সিঁদুর খেলায় মাতে মহিলারা। কিছুটা মনখারাপ হলেও সকাল থেকেই বিভিন্ন পুজো মন্ডপে মহিলারা মাতলেন সিঁদুর খেলা ও শুভেচ্ছা বিনিময়ে। এমনি ছবি দেখা গেল নবদ্বীপ শহরের টাউন ক্লাব মহিলা পরিচালিত আনন্দময়ী পুজো কমিটির সদস্যারা সকাল থেকেই সিঁদুর খেলায় মাততে। পুজোকমিটির এক সদস্যা জানান আমরা সকলেই গৃহবধূ পুজোর কটা দিন সকলে একসাথে পুজোর আনন্দে থাকি, কিন্তু দশমিতে মনখারাপ হয় কিন্তু উমাকে তো বিদায় দিতে হবেই । এর মাঝেও একটু ভাল লাগে আগাতে বছর আবার মা আসবে, এভাবেই।

Gopal Biswas, Nadia: Durgotsav is the best festival of bengali life. Everyone was enjoying the puja from Panchami. Everyone’s mind has been heavy since the night of Navami. From the morning of Dashami, there is a worship of Monde Dashami in the puja pandal, after the puja, women play goddess baran and sindoor. Although a bit sad, since morning, the women have been playing sindoor and exchanging greetings in various puja pandals. One such picture was seen of members of the Ananda Mayee Puja Committee, run by the Town Club Women of Nabadwip town, playing sindoor since morning. A member of the puja committee said that all of us are housewives, all of us are together in the joy of the puja, but on dashami, we are sad but Uma has to say goodbye. In the meantime, it feels a little better that the mother will come again in the coming year, this is how.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights