বিজেপি প্রার্থীর ব্যানার ছিড়ে দিয়ে চলে যাচ্ছে, স্থানীয়রা বাধা দিতে গেলে চলছে মার


বিশেষ করে প্রায় প্রত্যেক দেয়ালেই বিজেপি প্রার্থী সাংসদ জগন্নাথ সরকারের পোস্টারের পাশেই জল জল করছে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর ফ্লেক্স। একইরকম ঘটনা ঘটেছে কৃষ্ণগঞ্জের টুঙি এলাকাতেও, সেখানেও রাত হতেই বিভিন্ন এলাকায় বাইকে করে কেও বা কারা এসে বিজেপি প্রার্থীর ব্যানার ছিড়ে দিয়ে চলে যাচ্ছে, স্থানীয়রা বাধা দিতে গেলে চলছে মেরে ফেলারও হুমকি।  যদিও দুই ঘটনার অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। সামগ্রিক ঘটনা প্রসঙ্গে জগন্নাথ সরকার জানান বিভিন্ন এলাকায় শুধুমাত্র বিজেপির ফ্লেক্স ছিঁড়ে ফেলা এবং গায়েব করে দেওয়ার উদ্দেশ্য মানুষের রায়ে ইতিমধ্যেই প্রায় নিশ্চিত হয়ে গেছে জগন্নাথ সরকারের জয় লাভ তাই তৃণমূলের দুস্কৃতি বাহিনী এই কাজ করছে, পাশাপাশি এলাকা বাসী বাধা দিলে তাদেরও মেরে ফেলার হুমকি দিচ্ছে, পাশাপাশি তিনি আরও জানান এতে স্পষ্ট তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরেছে তৃণমূলের তাই উদ্ভ্রান্ত হয়ে গেছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে এ ধরণের নোংরা রাজনীতি তাদের দল সমর্থন করে না। শান্তিপুর বিধানসভার পৌরসভা সবেতেই তৃণমূলের জয়জয়কার সেখানে তাদের প্রার্থী মুকুটমণি অধিকারীর জয়লাভ নিশ্চিত তাই এ ধরনের ঘৃণ্য কাজ তারা প্রশ্রয় দেন না। তবে প্রার্থী নিয়ে এর আগেও বিজেপির অভ্যন্তরে বিভিন্ন গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছিল এক্ষেত্রেও তা ঘটেছে কিনা সেটা খোঁজ নিক পুলিশ প্রশাসন তবে যেই করে থাকুক বিষয়টি অবশ্যই নিন্দা জনক এবং দোষীর শাস্তি হোক। সামগ্রিক ঘটনার বিরুদ্ধে তদন্ত ও দোষীদের শাস্তির দাবীতে পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে অভিযোগ জানিয়েছে বিজেপির তরফে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights