কোলকাতা (১৯ ফেব্রুয়ারী ‘২৪):- চ্যানেলের কর্ণধার মৃত্যুঞ্জয় রায় জানিয়েছেন, “প্রকৃত খবর জানতে ও শুনতে হলে অবশ্যই দেখতে হবে ‘বি কে নিউজ’।” সংবাদমাধ্যমের দুনিয়ায় নতুন শিশু ভূমিষ্ঠ হওয়ার ঘোষণার সময় প্রেস ক্লাব কোলকাতায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের যুগ্ম আয়োগ অনুপম হালদার সহ প্রযোজক কুনাল শাহ, প্রযোজিকা ও নির্দেশিকা শিউলি গোমস, চলচ্চিত্র নির্দেশক বাদল সরকার, পেইন্টার দিবাকর চক্রবর্তী, হাওড়া পৌরনিগমের ৬০ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি সীমা ভৌমিক, হস্তরেখাবিদ নীলাদ্রিনারায়ণ বসু, হিন্দু সৎকার সমিতির অছি পরিষদের সদস্য সঞ্জয় রায়, ফ্যাশন ডিজাইনার নীতু শাহ, দৈনিক বাংলা ‘স্টেটসম্যান’ পত্রিকার সম্পাদক শেখর সেনগুপ্ত, আইনজীবী অনিল দাস, ব্যবসায়ী প্রবীর দলুই, মডেল অভিনেত্রী পারমিতা ব্যানার্জি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।
KOLKATA (19 Feb '24):- Channel anchor Mrityunjay Roy said, "One must watch 'BK News' to know and listen to real news." During the announcement of the birth of a new baby in the world of media, present at the Press Club Kolkata were Anupam Halder, Joint Commission of Finance Department of West Bengal, along with producer Kunal Shah, producer and director Shiuli Gomes, film director Badal Sarkar, painter Dibakar Chakraborty, municipal representative of Ward No. 60 of Howrah Municipal Corporation Seema Bhowmik, Palmistry Niladrinarayan Basu, Hindu Satkar Samiti's Achi Parishad member Sanjay Roy, fashion designer Neetu Shah, Daily Bangla 'Statesman' editor Shekhar Sengupta, lawyer Anil Das, businessman Praveer Dalui, model actress Parmita Banerjee among many prominent people.