সুমাল্য মৈত্রের রিপোর্ট : মধ্যমগ্ৰাম SFI ২ নং আঞ্চলিক কমিটির আয়োজনে শনিবার সকালে মঝ্যমগ্ৰাম পুরসভার সামনে ঈশ্বর কমরেড সুদীপ্ত গুপ্ত স্মরণে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পতাকা উত্তোলন এবং শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত SFI২ নং আঞ্চলিক কমিটির সদস্য ও সদস্যারা। এদিন সকালে কমরেড সুদীপ্ত গুপ্তর স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পাশাপাশি প্রকাশিত হয় বাংলা নববর্ষের ক্যালেন্ডার।
Sumalya Maitra’s report: Madhyamgram SFI No. 2 Regional Committee organized in front of The Madhyamgram Municipality on Saturday morning A blood donation camp was organized in memory of God Comrade Sudipta Gupta. Members and members of the Regional Committee no. 2 of SFI paid homage by hoisting the flag and placing flowers at the martyrs’ altar. In the morning, a discussion meeting and cultural program was held in memory of Comrade Sudipta Gupta as well as the Bengali New Year calendar was published.
Support authors and subscribe to content
This is premium stuff. Subscribe to read the entire article.