কলকাতাঃ আলোর দিশা সোস্যাল ওয়েলফ্যায়ার ফাউন্ডেশন ও কাদেরী টাইমস পত্রিকার উদ্যোগে ২৭ ডিসেম্বর বুধবার হজরত সৈয়দ গোলাম মোস্তফা পাবলিক ইস্কুল রিপন স্ট্রিটের কলকাতায় একটি সেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবিরের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমতি নয়না বন্দোপাধ্যায়, কলকাতা চৌরঙ্গীর এমেলে । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানা আহমেদ, কাউন্সিলর, বরো ৬-চেয়ারম্যান কলকাতা কর্পোরেশন। সম্মানিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব পীরজাদা হজরত মাওলানা অধ্যাপক ড. সৈয়দ মুস্তাফা মুরশেদ জামাল শাহ্ আল-কাদেরী, মৌলানা আজাদ কলেজ আরবি বিভাগীয় প্রধান। অধ্যাপক অয়েজুল হক, বঙ্গীয় সংখ্যা লঘু বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি। জনাব মহঃএহতেসামুল হক সিদ্দিকি, তূণমূল সংখ্যালঘু সেলের সহ সাধারন সম্পাদক। পীরজাদা সৈয়দ মাওলানা আলহাজ তাফহীমুল ইসলাম কাদিরি, সম্পাদক সারা বাংলা আহলে সুন্নাত হানাফী জামাত। জনাব মোওলান সাব্বির আলী মিসবাহি, পেশ এমাম রয়েড স্ট্রিট জামা মসজিদ। জনাব সৈয়দ নাসিরুল হোসেন,কলকাতা হাইকোর্টের সিনিয়র আইনজীবী। শ্রী প্রতিক মজুমদার,কলকাতা হাইকোর্টের আইনজীবী। জনাব সেয়ক সারফুদ্দিন (পচু ভাই) খিদিরপুর লোকাল পিপিল অর্গ্যানাইজেশন চেয়ারম্যান । জনাব সৈয়দ মহঃ আহমেদ, বিশিষ্ট সমাজ সেবি। সংস্থার সম্পাদক জনাব সৈয়দ মিনহাজ হুসেইন কাদেরী আল-হুসেইনী বলেন বিশ্বনবী হযরত রাসূলে পাক সাঃ-এর অপত্য স্নেহ, মায়া ও ভালোবাসার কন্যা হজরত খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ জাহরা (সাঃআঃ) যিনি ইসলাম জগতের এক অবিস্মরণীয় মহীয়সী পবিত্র নারী তারই স্বরণে একটি সেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়ে ছিল। এই অনুষ্ঠানে উপস্থিত রক্ত দাতা,ডাক্তার, সম্মানীয় অতিথি, সংস্থার সভাপতি জনাব মহঃ জাহাঙ্গির ও সকল মেম্বারদের ধন্যবাদ জানাই।
Kolkata: Alor Disha Social Welfare Foundation and Quadri Times newspaper organized a Voluntary Blood Donation Camp and Health Camp at Hazrat Syed Ghulam Mostafa Public School, Ripon Street, Kolkata on Wednesday, December 27. Ms. Naina Bandopadhyay, Emele of Kolkata Chowrangi was present as a special guest on the occasion. Sana Ahmed, Councillor, Borough 6-Chairman Kolkata Corporation was present as the Chief Guest. Mr. Peerzada Hazrat Maulana Prof. Dr. was present as the guest of honor. Syed Mustafa Murshed Jamal Shah Al-Qaderi, Head of Arabic Department, Maulana Azad College. Professor Ayezul Haque, President of Bengal Minority Intellectuals Forum. Mr. Ehtesamul Haque Siddiqui, Assistant General Secretary, Tunmool Minority Cell. Pirzada Syed Maulana Alhaj Tafhimul Islam Qadiri, Editor Sara Bangla Ahle Sunnat Hanafi Jamaat. Mr. Moolan Sabbir Ali Misbahi, Pesh Imam Royd Street Jama Masjid. Mr. Syed Nasirul Hossain, Senior Advocate of Calcutta High Court. Shri Prateek Majumder, Advocate, Calcutta High Court. Mr. Sayak Sarfuddin (Pachu Bhai) Khidirpur Local People Organization Chairman. Mr. Syed Mah Ahmed, Distinguished Social Service. Secretary of the organization Mr. Syed Minhaj Hussain Qaderi Al-Hussaini said that Hazrat Khatune Jannat Ma Fatimah Tuz Zahra (SAW), daughter of love, affection and love of Prophet Muhammad SAW, who is an unforgettable noble and holy woman of the Islamic world, is a voluntary blood donation and health. The camp was organized. Thank you to the blood donors, doctors, guests of honor, the president of the organization Mr. Mah Jahangir and all the members present in this event.