দক্ষিণ কলকাতার রাসবিহারী এভিনিউ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবির ও বিজনেস মেলা


শুভ ঘোষের রিপোর্টঃ বিভিন্ন রকম অসুস্থতার জন্য প্রতিনিয়ত রক্তের জন্য হাহাকার করছে মানুষ। আর সেই কথা মাথায় রেখে বিগত 18 ই জুন দক্ষিণ কলকাতার রাসবিহারী এভিনিউ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক সুবিশাল রক্তদান শিবির ও বিজনেস মেলা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়, রাসবিহারীর বিধায়ক দেবাশীষ কুমার এবং প্রখ্যাত অভিনেত্রী দেবশ্রী রায় সহ আরো অনেকে। রক্তদান শিবির ও বিজনেস মেলার মধ্যে মনুষ্যত্বের এক বিরাট উদযাপন করে দেখালো রাসবিহারি এভিনিউ ট্রেডার্স অ্যাসোসিয়েশন। অসংখ্য মানুষ রক্তদানের এই মহৎ কাজে এগিয়ে এসেছিলেন।

Shubha Ghosh’s report: People are constantly crying for blood due to various illnesses. Keeping that in mind, on June 18, a huge blood donation camp and business fair was organized under the initiative of Rasbihari Avenue Traders’ Association in south Kolkata. South Kolkata MP Mala Roy, Rasbehari MLA Debasish Kumar and renowned actress Debasree Roy were also present on the occasion. Rasbihari Avenue Traders Association celebrated humanity in the midst of blood donation camps and business fairs. A lot of people came forward in this noble cause of donating blood.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights