মালদা: লক্ষাধিক টাকার বোর্ড মানি সহ সাতজনকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। মঙ্গলবার রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ বিশ্বনাথ মোড় এলাকায় হানা দিয়ে ১ লক্ষ ৩০ হাজার ১৩৫ টাকা বোর্ড মানি সহ সাত জনকে গ্রেফতার করে। জানা যায় স্থানীয় বাসিন্দা অভিজিৎ সাহার নেতৃত্বে এলাকায় প্রতিদিন বসত জুয়ার আসর। ইংরেজবাজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালিয়ে সাফল্য পায়। বুধবার ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয়েছে।