ইন্দ্রজিৎ আইচঃ বইমেলার শেষ দিনে অর্থাৎ ১৩ ই মার্চ ২০২২ রবিবার কলকাতা বইমেলার প্রেস কর্ণারে প্রকাশিত হলো নিলদিগন্ত পত্রিকার বই প্রকাশ। ড শিবানী মুখার্জী পান্ডের উদ্যোগে মোট চারটি বই প্রকাশিত হলো। কবিতা সংকলন, বারোয়ারি গল্প, মুক্ত গদ্য ও শিবানী মুখার্জী পান্ডের কবিতার বই চোরকাঁটা।বই গুলি উদ্বোধন করেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিধায়ক দেবাশীষ কুমার, লেখক চুমকী চট্টোপাধ্যায়, কবি নমিতা চৌধুরী, কবি কৃষ্ণা বসু সহ আরো অনেকে। কবি শিবানী মুখার্জী পান্ডের কবিতার বই চোরকাঁটা বইটি বেরিয়েছে জনস্বার্থ প্রকাশন থেকে। ভালো লাগে দিবা স্বপ্ন, অন্য পৃথিবী, ক্ষত, তোমার জন্য, শেকল, গুপ্তধন, করোনার ডাইরি, ত্রাণ, অচেনা স্বপ্ন, স্মৃতি, আগামী, শিকড়, ঘেরাটোপ সহ বেশকিছু কবিতা। ৪৫ টি কবিতা রয়েছে এই বইতে। সুন্দর ছাপা, নির্ভুল বইয়ের দাম মাত্র ১২০ টাকা। নিলদিগন্ত থেকে প্রকাশিত ও শিবানী মুখার্জী পান্ডে সম্পাদিত কবিতা সংকলন টি এককথায় অনবদ্য। এই বইতে কনা বসু মিশ্র , শোভন দেব চট্টোপাধ্যায়, সুবোধ সরকার, কৃষ্ণা বসু, বিথী চট্টোপাধ্যায় সহ ২৪ টি কবিতা এই বইতে রয়েছে। সকলেই ভালো লিখেছেন। বইয়ের দাম মাত্র ৫০ টাকা।বারোয়ারি গল্প প্রকাশিত হয়ছে নীলদিগন্ত থেকে। সম্পাদক শিবানী মুখার্জী পান্ডের সম্পাদনায় বিনতা রায় চৌধুরী, চুমকি চট্টোপাধ্যায়, এসা দে, স্বপ্না বন্দ্যোপাধ্যায় এর গল্প গুলি মন ছুঁয়ে যায়। এই বইটির দাম মাত্র ৫০ টাকা। নীলদিগন্ত থেকে প্রকাশিত শিবানী মুখার্জী পান্ডে র সম্পাদনায় মুক্ত গদ্য বইটি এক কথায় চমৎকার। সকলের মনে জায়গা করে নেবে প্রচেত গুপ্ত র টোপ, জয়ন্ত দে র আজ দশমী, চৈতালি চট্টোপাধ্যায় এর আলোর ফুলকি, সম্রাট মুখোপাধ্যায় এর সিনেমা সিনেমা, ড নবনীতা বসু হক রোকেয়া চর্চার ধারা আরো প্রয়োজন, সাহানা নাগচৌধুরী র মুক্ত গদ্যের আশায় এই গল্প গুলি।দাম মাত্র ৫০ টাকা। বইগুলি সকলের সংগ্রহ করতে পারেন।