ভোটের ২৪ ঘন্টা আগে কৃষ্ণগঞ্জে বিজেপি কর্মীর বাড়ির পাশ থেকে তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য


Nadia : নদিয়া কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত ভাজনঘাট নুড়িগ্রাম পঞ্চায়েতের ১২৫ নম্বর বুথের বিজেপি সদস্যর বাড়ির পাশে সাতসকালে একটি মগ বাঁধা বস্তা দেখতে পান এলাকাবাসীরা তারপর সেখানে বস্তা খুলতেই দেখা যায় একাধিক তাজা বোমা বস্তার মধ্যে মজুদ করে রাখা হয়েছে। আর তাতেই চাঞ্চল ছড়ায় গোটা এলাকায়। যদিও বিজেপির দাবি ভোটের আগে এলাকায় অশান্তি এবং বিভ্রান্তি তৈরি করতে তৃণমূল কংগ্রেস এই কাজ ঘটিয়েছে। তবে এলাকাবাসীরা জানছেন তারা সকলের প্রতিবেশী একে অপরের পাশে থাকেন তাদের মধ্যে রাজনৈতিক কোনো ভেদাভেদ নেই তবে ভোটের আগে যারা এরকম ভেদাভেদ তৈরি এবং আতঙ্কের সৃষ্টি করতে চলেছে গ্রামে তাদের অবশ্যই দৃষ্টান্ত মূলক শাস্তির দরকার তবে বিজেপির তরফ থেকে আরো জানানো হয়েছে তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে তাদের হার নিশ্চিত তাই ভোটের আগের দিন এই ঘটনা ঘটিয়ে এলাকায় সন্ত্রাস এবং আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল কংগ্রেস। তবে তাদের সেই চক্রান্ত কোনভাবেই সফল হবে না তাই আগামী কাল ভোট বাক্সে নদিয়া জেলা তথা কৃষ্ণগঞ্জবাসী ভোট দিয়ে বুঝিয়ে দেবে যে তৃণমূল কংগ্রেস সন্ত্রাসবাদীর দল আর কোনদিন ভোটে জিততে পারবে না এবং রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে বিজেপি বিপুল ভোটে জয়ী হবে যদিও বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। যদিও বোমা উদ্ধারের পর ঘটনাস্থলে যায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ এবং গোটা বিষয়টি তদন্ত শুরু করেছে তারা কোথা থেকে এই বোমা এলো এবং কারা এই বোমা ভোটের আগে সেখানে রাখল তারও তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ পুলিশের আধিকারিকরা

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights