ইন্দ্রজিৎ আইচঃ গড়িয়াহাটের পি সি চন্দ্র জুয়েলারির ঠিক পাশে সিংহী প্যালেস এর ডোভার টেরেশে ২৭ শে জুলাই থেকে শুরু হলো টানা ৫ দিনের বই মেলা। চলবে ৩১ শে জুলাই পর্যন্ত। কিতাব লাভার্সের আয়োজনে এর নাম দেওয়া হয়েছে লড দা বক্স। এক সাংবাদিক সম্মেলনে এই কিতাব লাভার্সের দুই কর্ণধার রাহুল পান্ডে ও বিবেক ঝাঁ জানালেন তারা চার বছর ধরে এই অভিনব বই মেলা করছেন । কলকাতায় এই নিয়ে পঞ্চম বার। ভারতবর্ষের মোট ৩০ টা শহরে ৫০ টিরও বেশি বই মেলা
করেছেন। এই অভিনব বই মেলার বিশেষত্ব হল তিনটি বক্স আছে ছোটো, মাঝারি ও বড়। ছোটর দাম ১১০০ টাকা,
মাঝারির দাম ১৬৫০ টাকা, আর বড় বক্সের দাম ২৭৫০ টাকা। এই বক্সে ঠিক যত বই ধরবে তত নেওয়া যাবে। বক্সের মুখ সহজে যাতে বন্ধ করা যায় সেটি দেখে নেবেন তারা। সারা পৃথিবীর যত ধরণের বই আছে এই কিতাব লাভার্সের মেলায় পাওয়া যাবে আগামী চারদিন। মোট ৫ দিনের এই মেলার আগে চন্ডীগর, দিল্লিতে দারুন সারা ফেলেছিলো। পাশাপাশি এই বইয়ের কেনা বেচার যিনি দায়িত্বে আছেন সেই সমৃদ্ধি মুখোপাধ্যায় জানালেন কলকাতায় এমন কেউ যদি থাকেন যিনি তার পুরোনো বই এখানে এসে বেচবেন ও সেই দামে এখান থেকে নতুন বই বা পুরোনো বই কিনবেন তাও তিনি করতে পারেন। মেলায় এই এক্সচেঞ্জ অফারও থাকছে। মেলা শুরু হচ্ছে সকাল ১০ টায়। শেষ হচ্ছে রাত ৯ টায়। “লড দা বক্স ” কলকাতায় বই প্রেমীরাও দারুন সারা ফেলবে বই কিনে এটাই কিতাব লাভার্সের ক্ষেত্রে আশা করা যায়।
Indrajit Aich: The 5-day book fair began on July 27 at Dover Terrace in Singhi Palace, right next to P C Chandra Jewellery in Gariahat. It runs until July 31. Organized by Kitab Lovers, it has been named Lawd the Box. At a press conference, rahul pandey and vivek jha, the two directors of kitab lovers, said that they have been doing this unique book fair for four years. This is the fifth time in Kolkata. More than 50 book fairs in 30 cities in India
did. The specialty of this unique book fair is that there are three boxes small, medium and large. The price of the smaller is Rs 1100, the medium price is Rs 1650, and the price of the big box is Rs 2750. In this box, exactly as many books can be taken. They will see to it that the mouth of the box can be closed easily. As many books as there are all over the world, this book will be available at the Lovers Fair for the next four days. Before this 5-day fair in total, Chandigar had a great deal in Delhi. Besides, Samriddhi Mukherjee, who is in charge of buying and selling this book, said that if there is anyone in Kolkata who will come here and sell his old book and buy new books or old books from here at that price, he can also do it. There is also an exchange offer at the fair. The fair starts at 10 a.m. It ends at 9 p.m. Book lovers in “Lawd the Box” Kolkata will also have a great deal to buy books and this is what is to be expected in the case of Kitab Lovers.