সুমিত ঘোষ, মালদা: এবার মালদা শহরে বোমা বিস্ফোরণ। বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে জখম ছ বছরের এক শিশু। মালদা শহরের ২৩ নম্বর ওয়ার্ডের ডগপুকুর এলাকার ঘটনা। আহত শিশু বান্টি কুমার মাহাতো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সংশ্লিষ্ট এলাকায় থাকা একটি চিকিৎসালয়ের বারান্দায় ওই শিশু একা খেলার সময় হঠাৎই বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর স্থানীয়রা তড়িঘড়ি অবস্থায় তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এই ঘটনার পর গোটা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে।