গোপাল বিশ্বাস -: নদীয়া। কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ, আর সেই পার্বণের অন্যতম হল ভাইফোঁটা। এই দিনটার জন্য সারা বছর অপেক্ষা করে থাকে সব ভাই ও বোনেরা। এদিন সকাল থেকেই বাড়ীতে বাড়ীতে চলছে জোরকদমে বোনেদের প্রস্তুতি পর্ব।কোন রকম কমতি নেই ভাইরাও, তারাও তাদের সাধ্যমত চেষ্টা করছে বোন বা দিদিদের খুশী করার জন্য । একেই চলছে উৎসবের মরসুম, বাজারে বিভিন্ন জিনিসপত্রের দামও আকাশছোঁয়া। তবু বাঙালি এই দ্রব্য মূল্য বৃদ্ধি ছ্যাকাঁ কোন মতেই বাঙালি কে দমাতে পারে না। তার ওপর বাঙালী খাদ্য রসিক ,তার উপর উৎসবের দিন বলে কথা। বিভিন্ন জিনিসের দাম যত বেশিই হোক বাজারে র সেরা জিনিস কেনার জন্য সকলেই ব্যস্ত। আর এই ভাইফোঁটা র বিশেষ দিনে শহরের বিভিন্ন মিষ্টির দোকানে দোকানে বিভিন্ন ধরনের মিষ্টির পসরা সাজিয়ে তৈরী ব্যাবসায়ীরাও। এদিন দেখা গেল মিস্টির দোকানে গিয়ে ভাই ও বোনেরা খোঁজ করছেন এবছরের কি কি নতুন ধরনের মিস্টি তৈরী ,হয়েছে এবং দাম কত। এবিষয়ে এক ব্যাবসায়ী জানান,এবছর তারা বেশ কিছু নতুন আইটেম তৈরী করেছেন, এবং সেইসব আইটেম গুলির দাম একটু বেশি , তবুও চাহিদা বেশ ভাল আছে। বেশীরভাগ টাই এবছর ক্ষীরের বিভিন্ন ধরনের মিষ্টি সহ ক্যাডবেরি ফ্লেভারের মিষ্টির চাহিদা যথেষ্ট ভাল। বাজারে দুধের দাম সহ মিষ্টির কাচামাল তথা উপকরণের দাম বেশি হওয়ায় কিছুটা দামেও বৃদ্ধি ঘটেছে।
Gopal Biswas : Nadia. It is said that thirteen festivals in the twelve months of Bengali, and one of those festivals is Bhaiphonta. All brothers and sisters wait all year round for this day. Since this morning, the preparation phase of the sisters is going on in the house. There is no shortage of brothers, they are also trying their best to please sisters or sisters. This is the festive season, the prices of various items in the market are also skyrocketing. However, the increase in the price of this bengali commodity can not suppress the Bengalis in any way. Bengali food is funny on him, it is said to be the day of the festival on him. No matter how high the price of different things, everyone is busy buying the best things in the market. And on this special day of Bhaiphonta, the traders who have made different types of sweets in the shops of different sweet shops in the city. On this day, it was seen that the brothers and sisters went to the misty shop and searched what new types of misty were made this year and how much the price was. A trader said that this year they have made several new items, and the price of those items is a bit high, yet the demand is quite good. The demand for cadberry flavor sweets, including the variety of sweets of kheer, is quite good this year. Due to the high price of sweet raw materials and materials, including the price of milk in the market, there has been a slight increase in the price.