ইন্ডপ্লাস – ২০২২ পূর্ব ভারতের বাণিজ্যের প্রবেশ পথ


ইন্দ্রজিৎ আইচঃ ইন্ডপ্লাস  2022 আয়োজন করছে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গনে প্লাস্টিক দ্রব্য নিয়ে এক বিরাট প্রদর্শনী শালা। প্রদর্শনী চলবে ২৫ থেকে ২৮ শে নভেম্বর পর্যন্ত । যেটি মোট ২ লক্ষ মানুষের উপস্থিতিতে, ৩৫০ রকমের প্রদর্শনী প্রায় আটটি দেশ থেকে থাকবে। এর চেয়ারম্যান  মিস্টার প্রদীপ নায়ার জানান :” এটি হল পূর্ব ভারতের বৃহত্তম প্রদর্শনী। প্রায় 2 লক্ষ বর্গফুট এলাকা জুড়ে তাদের কর্মশালা আছে। যেখানে ডিলারস, ডিস্ট্রিবিউটার, ইম্প্রোটার,  প্রোডিউসার প্রত্যেকেই নিজে নিজে ক্ষেত্রে দক্ষতা দেখিয়ে চলেছেন। প্রায়  চার বছরের বিরতির পর আবার তারা এই বছর নতুন করে প্রদর্শনী সারা শুরু করলেন | বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ ২৫ একর জায়গাযুক্ত,  এবং যেখানে দুটি প্যাভিলিয়ন অবস্থিত  | এক একটি প্রায় এক লক্ষ বর্গফুট, এছাড়াও একটি চারতলা বিজনেস ব্লক এবং কুড়ি হাজার বর্গফুট উন্মুক্ত প্রাঙ্গণ যা গাড়ি রাখার ব্যবস্থা থেকে শুরু করে ফুটকোট সম্মেলন কক্ষ সমন্বিত একটি আদর্শ ব্যবসা ক্ষেত্র।  যা নিঃসন্দেহে পূর্ব ভারতের বৃহত্তম ব্যবসায়িক প্রাঙ্গণ। প্লাস্টিক শিল্পের  সুযোগ সুবিধা পশ্চিমবঙ্গ পূর্ব ভারতের বৃহত্তম রাজ্য এবং ভারতের বাণিজ্যের প্রবেশ পথ। যেখানে ৫০০০ ইউনিট যুক্ত কাঁচামাল থেকে শুরু করে সম্পূর্ণ প্রোডাক্ট তৈরিতে। প্রায় দুই মিলিয়ন দ্রব্য উৎপন্ন হয়। যা থেকে ৩০ হাজার কোটি টাকা টার্ণওভার  আছে এবং ৫ লক্ষ কর্মসংস্থানও হয়েছে। মিস্টার শিশির জালান  ইন্ডিয়ান প্লাস্টিক ফেডারেশনের প্রেসিডেন্ট  মনে করেন,  এটি ক্রমশ সফলতা পাচ্ছে এবং ৫০০ ইউনিট যুক্ত হয়েছে । ২৫০০ কোটি টাকা ব্যয়ে, যার  ঘোষণা বেঙ্গল গ্লোবাল বিজনেস সাবমিট ২০২২ এ করা হয়েছিল। যা থেকে প্রতি বছর দেড় লক্ষ টন প্লাস্টিক দ্রব্য উৎপন্ন বৃদ্ধি পাবে। যা ২০০০ কোটি বার্ষিক আয় বৃদ্ধি করতে ও ৫০০০০ কর্মসংস্থানের সহায়ক হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্লাস্টিক পার্ক গড়ে উঠেছে। যা এই শিল্পের সহায়ক। এর ফলে ৪০ থেকে ৫০ শতাংশ বার্ষিক উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ধুলাগড় সাঁকরাইল হাওড়া জ্বালান ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স সিক্স বম্বে হাইরোড হাওড়া কুলগাছিয়া মধ্যমগ্রাম। ও বেহালা শিল্প এস্টেট থেকে উৎপন্ন হয়। পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় ইন্ডিয়ান প্লাস্টিক ফেডারেশন ২ একরের পলিপার্ক  তৈরির অগ্রিম পর্যায় পৌঁছে গেছে। প্লাস্টিক ফেডারেশনের সেক্রেটারি অমিত  আগারওয়াল জানান যে:” আগামী পাঁচ বছরে এটির বিশাল চাহিদা বৃদ্ধি পাবে যা ভারতের অর্থনীতির উন্নতি করবে” ।
Indrajit Aich: Indplus 2022 is organizing a huge exhibition on plastic products on the premises of The World Bangla Fair. The exhibition will run from November 25 to 28. With a total of 200,000 people in attendance, there will be 350 exhibitors from around eight countries. Its Chairman Mr. Pradeep Nair said: “This is the largest exhibition in Eastern India. They have workshops covering an area of about 2 lakh square feet. Where dealers, distributors, improvisers, producers are all showing their skills in the field on their own. After a gap of nearly four years, they started a new exhibition this year| The Bishwa Bangla Mela premises are 25 acres of land, and where the two pavilions are located | One is an ideal business area consisting of about one lakh square feet, plus a four-story business block and twenty thousand square feet of open premises that range from car parking arrangements to footcoat conference rooms.  Which is undoubtedly the largest business complex in eastern India.  West Bengal is the largest state in eastern India and the gateway to India’s trade. Where 5000 units are added to the raw material to make the entire product. About two million products are produced. From which there is a turnover of Tk 30,000 crore and 5 lakh jobs have also been created. Mr Shishir Jalan, president of the Indian Plastic Federation, feels that it is gradually getting success and 500 units have been added. At a cost of Rs 2500 crore, which was announced at the Bengal Global Business Submit 2022. This will increase the production of 1.5 lakh tonnes of plastic products every year. Which will help to increase the annual income of 2000 crore and help in creating 50000 jobs. Plastic parks have come up in different parts of West Bengal. Which is helpful in this industry. As a result, annual production has increased by 40 to 50 percent. Dhulagarh Sankrail Howrah Jalan Industrial Complex Six Bombay High Road Howrah Kulgachia Madhyamgram. And the violin is derived from the industrial estate. The Indian Plastic Federation, in collaboration with the West Bengal government, has reached the advance stage of constructing a 2-acre polypark. Amit Agarwal, secretary of the Plastic Federation, said: “In the next five years, there will be a huge increase in demand for it which will improve India’s economy”.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights