নদীয়ার করিমপুরঃ আজ নদীয়ার করিমপুরে সমবায় সমিতির ব্যাঙ্ক উদ্বোধন হলো। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস করিমপুর ৭৭ নম্বর বিধানসভার বিধায়ক বিমল সিংহ রায় এবং নদিয়া ডিষ্ট্রীক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান শিবনাথ চৌধুরী মহাশয়। এছাড়া উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান গণপতি মন্ডল ডিরেক্টর সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমবায় সমিতির এই ব্যাংক অন্যান্য ব্যাংকের মধ্যে শ্রেষ্ঠ বা অন্যতম এ দাবী করেন শিবনাথ চৌধুরী মহাশয়। মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বিশেষ শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং ব্যাংক কর্তৃপক্ষকে উৎসাহিত করেন। ব্যাংক সম্বন্ধীয় বিশেষ বক্তব্য দেন বিমলেন্দু সিংহ রায়। এই ব্যাংক বিশেষ ভাবে প্রভাবিত করেছে এবং ভবিষ্যতে আরো প্রভাবিত করবে এই আশা তিনি ব্যক্ত করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠান শেষে গ্রাহক এবং শুভানুধ্যায়ীদের মিষ্টিমুখের ব্যবস্থা করা হয়।
Karimpur: A bank of co-operative society was inaugurated at Karimpur in Nadia today. Minister Ujjal Biswas, MLA from Karimpur-77 Constituency Bimal Singha Roy and Chairman of Nadia District Central Co-operative Bank Shibnath Chowdhury were present on the occasion. Vice Chairman Ganapathy Mandal, Director and other dignitaries were also present on the occasion. Shibnath Chowdhury claimed that this bank of the co-operative society is the best or one of the other banks. Minister Ujjal Biswas extended special greetings and encouraged the bank authorities. Bimalendu Singha Roy gave a special speech on the bank. He expressed the hope that this bank has been particularly impressed and will further affect in the future. The crowd of people at the opening ceremony was noticeable. At the end of the program, sweets were arranged for the customers and well-wishers.