শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের শুভ অক্ষয় তৃতীয়া অফার


ইন্দ্রজিৎ আইচঃ ১৫ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে উদযাপিত হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়া অফার। পৌরাণিক মতে অক্ষয় তৃতীয়া দিনটিকে অত্যন্ত শুভ দিন হিসেবে গণ্য করা হয়। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে এই দিনটি পালিত হয়। শাস্ত্র মতে, অক্ষয় তৃতীয়া সুখ প্রদানকারী এবং পাপনাশকারী তিথি। এটি অফুরন্ত সুখ ও সমৃদ্ধির তৃতীয় দিন। মহাভারত অনুসারে, এই দিনে যখন পাণ্ডবরা বনবাসের উদ্দেশ্যে যাত্রা করছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর হাতে অক্ষয় পাত্র তুলে দিয়েছিলেন। এই অক্ষয় পাত্র কখনও খালি হত না। তা সবসময়ই খাবারে পব়িপূর্ণ হয়ে যেত। কিংবদন্তি অনুসারে, এহ দিনেই মুনি বেদব্যাস গণেশকে মহাভারত বলতে শুরু করেন আর সেই শুনে গণেশ মহাভারত মহাকাব্য লিখতে শুরু করেন। শোনা যায়, অক্ষয় তৃতীয়ার দিনেই রাজা ভগীরথের তপস্যায় তুষ্ট হয়ে গঙ্গা মর্ত্যে নেমে এসেছিলেন। আবার এই দিনেই মা অন্নপূর্ণারও জন্ম হয়। এমনকী অক্ষয় তৃতীয়ায় কুবেরের লক্ষ্মীলাভ হওয়ায় এদিন বৈভব ও লক্ষ্মীর পুজো করা হয়। এই সবকিছুই খুবই তাৎপর্যপূর্ণ। সেই অনুযায়ী এই দিনটি অত্যন্ত শুভ। অক্ষয় তৃতীয়ায় দেবী লক্ষ্মীর পুজোরও বিশেষ তাৎপর্য রয়েছে। তাই এই দিনে সোনা, রূপা বা কোনও মূল্যবান গয়না কেনাও শুভ বলেই ধরা হয়।
প্রতিবছরের মতো এবারও শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে শুভ অক্ষয় তৃতীয়া উদযাপন হচ্ছে। এই সময় সমস্ত গ্রাহকদের জন্য থাকছে বিশেষ অফার, সঙ্গে সোনা ও হিরের নতুনত্ব ও অভিনব সম্ভার থেকে নিজেদের পছন্দসই গয়না কিনে এই উৎসব উদযাপনের সুযোগ। শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে যেসকল অফার রয়েছে: প্রতি কেনাকেটার সঙ্গে নিশ্চিত সোনার মুদ্রা (সোনার গয়না কেনার ক্ষেত্রে কমপক্ষে ১৫ গ্রাম ওজনের জিনিস কিনতে হবে। হিরের গয়নার ক্ষেত্রে কমপক্ষে ৭৫ হাজার টাকার কেনাকাটায়। তবে এর নীচে কেনাকাটায়ও থাকছে নিশ্চিত উপহার) সোনার গয়নার মজুরিতে ২৫% ছাড়। হিরের গয়নার মজুরিতে ১০০ % ছাড়। এছাড়া প্রতিদিন লাকি ড্রতে ৩টি করে সোনার মুদ্রা জেতার সুযোগ থাকছে। মেগা ড্রতে ৩টি স্কুটি। সব মিলিয়ে অক্ষয় তৃতীয়ায় গ্রাহকদের জন্য অনেক আকর্ষণীয় উপহারের ডালি সাজিয়ে রাখছে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। এছাড়া সোনায় সোহাগা (সোনা ও হিরের গয়না কেনাকাটার জন্য স্পেশাল ডিসকাউন্ট স্কিম) ও পুরোনো সোনার গয়না দিয়ে নতুন গয়না কেনার সুযোগও থাকছে।

রাসবিহারী এভিনিউয়ের শোরুমে উপস্থিত ছিলেন টলিউড অভিনেত্রী- তনুশ্রী চক্রবর্তী, দেবলীনা কুমার, সায়ন্তনী গুহঠাকুরতা ও সংস্থার ডিরেক্টর অর্পিতা এবং রূপক সাহা। এই প্রতিষ্ঠানের অক্ষয় তৃতীয়া স্পেশাল সোনা ও হিরের গয়না আজ সবার সামনে তুলে ধরা হয়। শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর কর্ণধার রূপক সাহা বলেন- “প্রাকৃতির অক্ষয় সম্পদে আমরা সবাই ধনী। অক্ষয় তৃতীয়ার পূণ্য দিনে সবাই মিলে চাইবো আমাদের প্রকৃতি সহ সব সম্পদ অক্ষয় থাকুক। তাহলেই আমাদের জীবনে সত্যিকারের সমৃদ্ধি ও শান্তি আসবে।”
”আমরা সবাই জানি, সোনা খুবই শুভ। তাই এরকম শুভ দিনে সোনা কিনে তার উজ্জ্বল ছটা আমাদের জীবনে, পরিবারে পব়িপূর্ণ করতে সকলেই চাই। এতে সৌভাগ্য ও সমৃদ্ধি আসে। এবছর অক্ষয় তৃতীয়ায় হিরে ও সোনার নতুন নতুন কালেকশনে আমাদের শোরুম ঝলঝল করছে। এছাড়া প্রতিবছরের মতো প্রচুর উপহার ও অফারও থাকছে।’ -জানালেন শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর আরেক কর্ণধার অর্পিতা সাহা। শুভ অক্ষয় তৃতীয়া অফারটি ১৫ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত শ্যাম সুন্দর কোং জুয়েলার্স – এর ত্রিপুরা (আগরতলা, খোয়াই, ধর্মনগর ও উদয়পুর) ও কলকাতার (গড়িয়াহাট, বেহালা ও বারাসাত) সব কটি শোরুমেই চলবে। সব ধরনের ডেবিট ও ক্রেডিট কার্ড গ্রহণ করা হবে। এছাড়া এই সময় সব শোরুমই পূর্ণ দিবস খোলা থাকবে।

Indrajit Aich: Happy Akshay Tritiya Offer is being celebrated at Shyam Sundar Co. Jewelers from 15th April to 28th April. Akshaya Tritiya day is considered as a very auspicious day according to mythology. This day is celebrated on the third tithi of Shukla Paksha in the month of Boishakh. According to the scriptures, Akshaya Tritiya is the tithi that brings happiness and destroys sins. It is the third day of endless happiness and prosperity. According to the Mahabharata, on this day when the Pandavas were on their way to exile, Lord Krishna handed over the inexhaustible pot to Draupadi. This inexhaustible vessel was never empty. It was always full of food. According to legend, it was on this day that Muni Vedavyas began to recite the Mahabharata to Ganesha and after hearing it, Ganesha began writing the Mahabharata epic. It is said that on the day of Akshaya Tritiya, King Bhagirath was satisfied with the penance and Ganga came down to death. On this day, mother Annapurna was also born. Even on Akshaya Tritiya, due to Kubera’s Lakshmi Lava, Vaibhav and Lakshmi are worshiped on this day. All this is very significant. Accordingly this day is very auspicious. The Puja of Goddess Lakshmi also has special significance on Akshaya Tritiya. So it is considered auspicious to buy gold, silver or any precious jewelery on this day. Like every year this year too Shyam Sundar Co. Jewelers is celebrating auspicious Akshay Tritiya. This time there are special offers for all customers, along with an opportunity to celebrate the festival by buying their favorite jewelry from the latest and innovative collection of gold and diamonds. Shyam Sundar Co. Jewelers offers on the occasion of auspicious Akshay Tritiya: Guaranteed Gold Coins with every purchase (Minimum purchase of 15 grams for gold jewellery. Minimum purchase of Rs 75,000 for diamond jewellery. However, guaranteed gift for purchases below that) Gold Jewelery 25% discount on wages. 100% Discount on Diamond Jewelery Wages. Besides, there is a chance to win 3 gold coins in lucky draw every day. 3 scooties in mega draw. All in all, Shyam Sundar Co. Jewelers is arranging many interesting gift bundles for the customers on Akshay Tritiya. Apart from this, Sonay Sohaga (special discount scheme for buying gold and diamond jewelery) and old gold jewelery are also available to buy new jewellery.

Tollywood actresses – Tanushree Chakraborty, Devleena Kumar, Sayantani Guthakurta and company directors Arpita and Rupak Saha were present at the Rasbihari Avenue showroom. Akshaya Tritiya Special Gold and Diamond Jewelery of this organization is presented to everyone today. Rupak Saha, CEO of Shyam Sundar Co. Jewellers, said, “We are all rich in the inexhaustible resources of nature. On the auspicious day of Akshaya Tritiya, we all wish that all our resources, including nature, remain inexhaustible. Only then will true prosperity and peace come to our lives.” “We all know that gold is very auspicious. So on such an auspicious day, we all want to buy gold and fill its bright six in our life and family. It brings good luck and prosperity. This year our showroom is sparkling with new collections of diamonds and gold on Akshay Tritiya. Besides, there are many gifts and offers like every year. – said Arpita Saha, another leader of Shyam Sundar Co. Jewelers. The auspicious Akshay Tritiya offer will run from April 15 to April 28 at all Shyam Sundar Co. Jewellers’ showrooms in Tripura (Agartala, Khowai, Dharmanagar and Udaipur) and Kolkata (Gariahat, Behala and Barasat). All types of debit and credit cards are accepted. Besides, all the showrooms will be open all day during this time.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights