টলিক্লাবে ফার্স্ট-এইড সেন্টার চালু করল মণিপাল হাসপাতাল / Manipal Hospitals Launches First-Aid Centre at Tolly Club


কলকাতা, ১১ই এপ্রিল ২০২৫: স্বাস্থ্যসেবায় নেতৃত্ব এবং প্রতিরোধমূলক চিকিৎসার প্রতি প্রতিশ্রুতি পুনরায় তুলে ধরে, মণিপাল হাসপাতাল – পূর্ব ভারতের বৃহত্তম হাসপাতাল নেটওয়ার্ক – কলকাতার সম্মানজনক টলিক্লাবে একটি আধুনিক ফার্স্ট-এইড সেন্টার চালু করল। জরুরি মুহূর্তে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি সার্বিক সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ফার্স্ট-এইড সেন্টারটির উদ্বোধন করেন মণিপাল হাসপাতালের রিজিওনাল চিফ অপারেটিং অফিসার – ইস্ট ডঃ অয়নাভ দেবগুপ্ত এবং টলিক্লাবের প্রেসিডেন্ট শ্রী পার্থসারথি বর্মণ, হাসপাতাল গোষ্ঠীর বিশিষ্ট প্রতিনিধিগণ ও টলিক্লাবের সদস্যদের উপস্থিতিতে। অনুষ্ঠানে ক্লাব সদস্যদের উৎসাহী অংশগ্রহণ লক্ষ করা যায়। ফার্স্ট-এইড সেন্টারটি প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে।

এই সেন্টারটি ক্লাব সদস্য, কর্মচারী ও দর্শনার্থীদের জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা ও স্থিতিশীলতা প্রদান করবে এবং প্রয়োজনে রোগীকে হাসপাতাল পর্যন্ত স্থানান্তরের ব্যবস্থা করবে। টলিক্লাবের সঙ্গে চলমান সহযোগিতার অংশ হিসেবে, মণিপাল হাসপাতাল বছরজুড়ে একাধিক ওয়েলনেস ইনিশিয়েটিভ পরিচালনা করবে, যা প্রতিরোধমূলক স্বাস্থ্য এবং জীবনধারা উন্নয়নের উপর গুরুত্ব দেবে। ক্লাবের অফিশিয়াল হেলথকেয়ার পার্টনার হিসেবে, প্রতিটি খেলাধুলার অনুষ্ঠানে হাসপাতাল একটি নির্দিষ্ট অ্যাম্বুলেন্স মোতায়েন করবে যাতে জরুরি মুহূর্তে দ্রুত চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা যায়। ভবিষ্যতে, ক্লাব সদস্যদের জন্য নিয়মিত স্বাস্থ্য সচেতনতা সেশন আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

এই অংশীদারিত্ব আরও দৃঢ় করতে, টলিক্লাবের সদস্যদের জন্য এক্সক্লুসিভ প্রিভিলেজ কার্ড চালু করা হয়েছে, যার মাধ্যমে তারা মণিপাল হাসপাতালের বিশেষ কিছু স্বাস্থ্যসেবা উপভোগ করতে পারবেন, যেমনঃ

  • ক্লাবে চিকিৎসকদের সঙ্গে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা ও ইন্টারঅ্যাকটিভ সেশন
  • ক্রীড়াজনিত পুনর্বাসনে বিশেষজ্ঞ ফিজিওথেরাপি টিমের সহায়তা
  • ২৪x৭ কনসিয়ার্জ সার্ভিস ও ডক্টর অন কল
  • First Responder Program-এর অধীনে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা

উদ্বোধন অনুষ্ঠানে ডঃ অয়নাভ দেবগুপ্ত বলেন,
মণিপাল হাসপাতালে, আমরা চাই কলকাতার মানুষ আরও সচেতন সুস্থ জীবন যাপন করুক – তার জন্য আমরা প্রতিরোধমূলক অ্যাক্সেসিবল হেলথকেয়ার নিশ্চিত করতে কাজ করে চলেছিটলিক্লাবে চালু হওয়া এই ফার্স্ট-এইড সেন্টার আমাদের বৃহত্তর উদ্যোগের একটি অংশ, যেখানে শহরের প্রথম সারির ক্লাবগুলিতে জরুরি স্বাস্থ্যসেবার অবকাঠামো গড়ে তোলা হচ্ছেএটি প্রকৃত অর্থেই আমাদের ‘ওয়েলনেস’-এর প্রতি প্রতিশ্রুতি প্রদর্শন করে।” মণিপাল হাসপাতাল এবং টলিক্লাবের এই যুগান্তকারী উদ্যোগ স্বাস্থ্যসচেতনতা ও খেলাধুলার পরিপূরক সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি ক্লাবের প্রাণবন্ত ক্রীড়া পরিবেশে সর্বোচ্চ মানের চিকিৎসা সহায়তা নিশ্চিত করবে।

Kolkata, 11th April 2025: Reinforcing its leadership in healthcare and commitment to preventive medicine, Manipal Hospitals, the largest hospital network in Eastern India, has inaugurated a modern First-Aid Centre at the prestigious Tolly Club, Kolkata. This initiative marks a significant stride in ensuring on-ground emergency readiness and promoting holistic well-being.

The First-Aid Centre was officially inaugurated in the presence of Dr. Ayanabh Debgupta, Regional Chief Operating Officer – East, Manipal Hospitals, Mr. Partha Sarathi Barman, President of Tolly Club, Kolkata, along with the dignitaries from the hospital group and esteemed members of the Tolly Club. The launch event received a warm reception, with enthusiastic participation from the club’s community. The facility will remain operational daily from 6:00 AM to 6:00 PM. Created to address immediate medical needs on-site, the centre will cater to club members, staff, and visitors by offering timely first-aid and stabilization before transferring patients to a hospital, especially during critical situations.

As part of its ongoing collaboration with Tolly Club, Manipal Hospitals will spearhead a series of wellness initiatives throughout the year. These will focus on preventive healthcare and lifestyle enhancement for club members. The hospital will also extend support during sporting events as the club’s official healthcare partner, deploying a dedicated ambulance during each event to ensure rapid medical intervention when needed. Looking ahead, Manipal Hospitals plans to host regular health awareness sessions for members at the club.

To strengthen this partnership, Tolly Club members have been offered an exclusive Privilege Card, granting them access to special healthcare benefits at Manipal Hospitals, including:

  • Health awareness talks and interactive sessions with senior doctors at the club
  • Sports rehab support from Manipal’s expert physiotherapy team
  • 24×7 concierge service with doctor-on-call access
  • Complimentary ambulance services under the First Responder program

Speaking at the inauguration, Dr. Ayanabh Debgupta remarked, “At Manipal Hospitals, our mission is to enable the people of Kolkata to lead healthier, more informed lives through accessible and preventive healthcare. The First-Aid Centre at Tolly Club is part of our broader initiative to establish essential emergency care services across the city’s leading clubs. This reflects our commitment to wellness in its truest form, ensuring we are present where and when it matters most.” This collaboration between Manipal Hospitals and Tolly Club sets a new benchmark in sports and community healthcare, ensuring that the vibrant sporting atmosphere at the club is complemented by top-tier medical readiness.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights