ক্যাফে‌ ক্যালকাটা‌ ক্লাসিক‌


নিজস্ব প্রতিনিধি সুমাল্য মৈত্রের রিপোর্টঃ Cafe Calcutta classic-এ অনুষ্ঠিত হয়ে গেলো এক বর্ণময় জোশ আর বঙ সোয়াগের প্রতিযোগিতা ‌। বিভিন্ন সেগমেন্টে মোট পঁচিশ জন প্রতিযোগী যারা ক্যাফেতে হওয়া জোশ গ্রীট এণ্ড মিটে অংশ নেওয়ার জন্য কোয়ালিফায়েড। প্রত্যেকেই‌ অল্প বয়সী ছেলে মেয়েরা ‌। তারা নিজেদের উদ্যোগে কেউ তৈরি করছেন ভিডিও‌, কেউ বা ব্লগিং নিয়ে পরীক্ষা নিরিক্ষা করছেন‌। না কোনও রকম পরীক্ষক‌ বা পরীক্ষার্থী বলতে আমরা‌ যা‌ দেখি‌ বা দেখে‌ এসেছি তা কিন্ত চোখে পড়লো না কলকাতা শহরের খুব কাছেই বালি হল্টে কোনা রোডের ওপর এই ক্যাফেটেরিয়ায়‌। প্রাণ‌ প্রাচুর্যে ভরপুর ছেলে মেয়েরা সকাল থেকেই ক্যাফেটেরিয়া‌ আর হয়ে উঠেছিল আক্ষরিক অর্থেই রবিবারের আড্ডাখানা‌। ছোটো ছোটো টেবিলে বসেছিলো গানের আসর তাতে রবীন্দ্র সংগীত থেকে বর্তমান সময়ে অনুপম‌ রায় সবার গান‌‌ই উঠে এসেছে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কন্ঠে । জোশ‌ এই সংস্থার উদ্দেশ্য হচ্ছে নতুন নতুন প্রতিভাকে‌ সামনে তুলে ধরা ‌। আসলে রবীন্দ্রনাথের কথা ধার করেই বলতে হয়, প্রতিভা তোমার‌ও আছে যেনো‌ / ধরতে লেখনী দ্বিধা কেনো। না শুধুমাত্র কবিতা বা বর্তমান সময়ের সাহিত্য চর্চাই নয় নতুন -পুরোনোর মেলবন্ধন ঘটানো‌ই হচ্ছে এই জোশ সংস্থার উদ্দেশ্য ‌। আক্ষরিক অর্থেই সেদিনের বালির ঝিলপাড়ে‌ জোসের উদ্যোগ ছিলো বিনোদনে ভর্তি‌। একটা ভিন্ন ধরণের সাংস্কৃতিক বাতাবরণ তৈরি হচ্ছে নতুন প্রজন্মের হাত ধরে, তার‌ই সাক্ষী হিসেবে যুক্ত ‌হতে চলেছে জোশ। ক্যাফে‌ ক্যালকাটা‌ ক্লাসিক‌ ছিল টাইটেল স্পোনসোরার। নতুনদের পথ‌ দেখানো, তাদের উৎসাহ দেওয়া; তাদের কাজকর্মকে আর‌ও পাঁচ জনের সামনে তুলে ধরা জোশ নামক এই সংস্থার সমর্থন আক্ষরিক‌ অর্থেই প্রশংসার‌ দাবি রাখে‌ । তবে হ্যাঁ সুন্দর আর অসুন্দর পাশাপাশি সহাবস্থান করে‌।‌ সময়‌ মেনে অনুষ্ঠান শুরু করাটাও সংস্কৃতির‌ মধ্যেই পড়ে‌। সেখানে বেশ কিছু ত্রুটি‌ চোখে পড়েছে‌। বারোটায় অনুষ্ঠান শুরু হয় ফুড রিভিউ, উপস্থাপন, খেলা ইত্যাদির মধ্যে দিয়ে। অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন যে সকল বিশিষ্টরা নেন, তাদেরও সতর্ক আর তৎপর থাকাটা বাঞ্ছনীয় বলে মনে করি দর্শক, শ্রোতা ও বিশিষ্ট জনদের শুভানুধ্যায়িরা। তাঁরা যতই নামী বা বিশিষ্ট হয়ে থাকুন না কেন! হয়েছেন এই আমাদের মত অবিশিষ্টদের জন্যই। আশাকরি আগামীতে এই ত্রুটি‌গুলো‌ তারা অর্থাৎ জোশ সংস্থার সদস্য সদস্যারা মাথায় রাখবেন!  অনুষ্ঠানে প্রতিযোগিদের‌ উৎসাহিত করতে বিচারক হিসাবে উপস্থিত ছিলেন বাংলা সিরিয়ালের পরিচিত মুখ অভিনেত্রী অনন্যা‌ বিশ্বাস এবং রাজা কুন্ডু‌। এছাড়াও উপস্থিত প্রতিযোগিরা ছিল যাদের ফলোয়ার ১০/১১/১২ মিলিয়ণ। সামনে আর‌ও অনেক পথ চলা বাকি, আশা করি তাদের ভুলভ্রান্তিগুলো শুধরে আগামী দিনে আর‌ও গুছিয়ে নেবেন।

Report by Sumalya Maitra: A colorful Josh and Bang swag competition was held at Cafe Calcutta Classic. A total of twenty-five contestants in various segments qualified to participate in the Josh Greet & Meet held at the Cafe. All are young boys and girls. Some of them are making videos on their own initiative, some are experimenting with blogging. No examiner or examiner what we see or have seen but not seen in this cafeteria on Bali Halte Kona Road very close to Kolkata city. The cafeteria was literally a Sunday hangout from the morning, full of lively boys and girls. The song session was held on small tables, in which all the songs from Rabindra Sangeet to Anupam Roy appeared in the voices of the new generation of boys and girls. JOSH The purpose of this organization is to bring new talent to the fore. In fact, we have to borrow the words of Rabindranath, You have talent too / Why are you hesitant to write? Not only poetry or contemporary literary practice but also the purpose of this Josh organization is to bring new and old together. Literally, Jose’s venture into the sand dunes that day was filled with entertainment. A different kind of cultural atmosphere is being created by the hands of the new generation, Josh is going to join as a witness. Cafe Calcutta Classic was the title sponsor. Guiding newcomers, encouraging them; The support of this organization called JOSH, who presented their work in front of five other people, literally deserves praise. But yes the beautiful and the ugly co-exist side by side. It is also part of the culture to start the ceremony on time. There are several errors. The program starts at 12 o’clock with food reviews, presentations, games, etc. The audience, audience, and well-wishers of the dignitaries think that it is advisable for all the dignitaries who take the seat of special guests in the event to be alert and active. No matter how famous or prominent they are! This happened to the unprivileged like us. Hopefully, in the future, these errors will be kept in mind by the members of the Josh Organization! Bengali serial actresses Ananya Biswas and Raja Kundu were present as judges to encourage the contestants. Also present were contestants with 10/11/12 million followers. There is still a long way to go, hopefully, they will correct their mistakes and do more in the coming days.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights