এবছর মোমবাতির চাহিদা অনুযায়ী দামও দ্বিগুণ


মালদা: মাটির প্রদীপকে টক্কর মোমবাতির। মালদা শহরের হায়দারপুর সহ বেশ কয়েকটি কারখানায় জোড় কদমে চলছে দীপাবলি উৎসব উপলক্ষে মোমবাতি তৈরির কাজ। কালারিং মোমবাতি, ঘটের মোমবাতি, বাটি মোমবাতি নানা ধরনের মোমবাতি তৈরি হচ্ছে কারখানায়। মালদা শহরের হায়দারপুর এবার প্রায় ১০ টন মোমের কাজ হচ্ছে। তারমধ্যে পাঁচ থেকে ছয় টন মোমের তৈরি মোমবাতি ইতিমধ্যে বাজারে চলে গেছে। এবছর চাহিদা রয়েছে প্রচুর। তবে গত বছরের তুলনায় এবছর দাম বেড়েছে দ্বিগুণ। হায়দারপুরের এই মোমবাতি তৈরির কারখানায় ১০ জন মহিলা কাজ করেন। ১২ ঘণ্টা করে কাজ করেন তারা। জানা গেছে এখনো প্রায় চার থেকে পাঁচ টন মোমের মোমবাতি তৈরি হবে। তাই জোর কদমে চলছে মোমবাতি তৈরির কাজ। দু’বছর করোনার জন্য এমনিতেই ব্যবসা-বাণিজ্য ভালো হয়নি। তাই এবছর ব্যবসা-বাণিজ্য ভালো হবে বলে আশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।

Malda: Candles beat the earthen lamp. Several factories, including Haiderpur in Malda city, are making candles on the occasion of Diwali festival. Coloring candles, hara candles, bowl candles different types of candles are being made in the factory. About 10 tonnes of wax work is being done at Haiderpur in Malda town this time. Of these, five to six tons of candles made of wax have already gone to the market. There is a lot of demand this year. However, the price has doubled this year compared to last year. The candle-making factory in Haiderpur employs 10 women. They work for 12 hours. It is learned that about four to five tons of wax candles will still be made. So the work of making candles is going on in full swing. For two years, the business was not good due to Corona. Therefore, traders have expressed hope that this year business will be good.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights