পথ মূকাভিনয় শিল্পী ‘অন্তর থেকে সুন্দর সম্মান-2022’ প্রাপ্ত হলেন


নিজস্ব প্রতিবেদনঃ ভারতের সর্বপ্রথম কোভিড সেবাযোদ্ধা পথ মূকাভিনয় শিল্পী হিসাবে মুর্শিদাবাদ জেলার বহরমপুরের সুজিত কুমার দাস দক্ষিণ কোলকাতার গড়িয়াহাট সিংহি পার্ক সার্বজনীন দূর্গাপূজা মন্ডপে জে কে সিমেন্ট কোম্পানির ‘অন্তর থেকে সুন্দর সম্মান-2022’ প্রাপ্ত হলেন। এই অনুষ্ঠানে সমাজের দশজন বিশিষ্ট ব্যক্তিগণ সম্বর্ধিত হয়েছেন। উল্লেখ থাকে যে, কোভিড উদ্বেগজনক পরিস্থিতিতে লকডাউনের সময় সুজিত কুমার দাস পথে পথে ‘করোনা চেতনা’ শীর্ষক মূকাভিনয়, গান, কবিতা, নাটক প্রস্তুত করে জনসাধারণকে সচেতন ও আশ্বস্ত করবার একটি অভিনব ও অসাধারণ কর্মকাণ্ড সংগঠিত করেছিলেন। জে কে সিমেন্ট কোম্পানির প্রেসিডেন্ট হরদীপ সিং সুজিত কুমার দাসকে শাল গায়ে পরিয়ে বরণ করে নিয়ে তার হাতে স্মারক ও সার্টিফিকেট তুলে দেন। বহু মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Sujit Kumar Das of Berhampur in Murshidabad district has been awarded the ‘Antar To Sundar Samman-2022’ of JK Cement Company at Gariahat Singhi Park Sarvajanik Durga Puja Mandap in South Kolkata as India’s first Covid-19 service fighter street performer. Ten eminent personalities of the society were felicitated on the occasion. It is to be noted that during the lockdown in the alarming situation of Covid, Sujit Kumar Das organized a novel and extraordinary activity to make the public aware and reassured by preparing poems, songs, poems, plays titled ‘Corona Consciousness’ on the way. Hardeep Singh, president of JK Cement Company, welcomed Sujit Kumar Das wearing a shawl and handed over the memento and certificate to him. Many people attended the event.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights