মালদা: পশ্চিমবঙ্গ কলেজ শিক্ষা কর্মী ইউনিয়নের প্রতিষ্ঠা দিবস উদযাপন। সোমবার সকালে সংগঠনের মালদা জেলা কমিটির উদ্যোগে মালদা কলেজ প্রাঙ্গণে প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। সংগঠনের পতাকা উত্তোলন এবং শহীদ বেদীতে মাল্য দানের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। মালদা কলেজ, সামসি কলেজ, গৌড় কলেজ সহ জেলার বিভিন্ন কলেজের শিক্ষা কর্মীরা অংশ নিয়েছিলেন। শিক্ষা কর্মী আন্দোলনের গৌরবময় ৪০ বছরের বিভিন্ন তাৎপর্য এদিন বক্তব্য ভাষনে তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য স্বপন ঘোষ, সংগঠনের মালদা শাখার সভাপতি রবিন দাস, সম্পাদক বুলবুল মন্ডল সহ অন্যান্যরা।
Malda: Celebration of foundation day of West Bengal College Education Workers Union. On Monday morning, the malda district committee of the organization celebrated the foundation day on the premises of Malda College. The foundation day was celebrated by hoisting the flag of the organization and donating garlands at the Martyrs’ Altar. Education staff of various colleges in the district including Malda College, Samsi College, Gaur College participated. Various significances of the glorious 40 years of the education workers’ movement were highlighted in the speech. State committee member Swapan Ghosh, Malda unit president Robin Das, secretary Bulbul Mondal and others were present on the occasion.