আজ কলকাতা প্রেস ক্লাবে প্রকাশিত হলো দুই কবির ১০০ দিনের ডায়েরি


ইন্দ্রজিৎ আইচঃ দুই কবি সুমন মল্লিক ও সুভান। এই দুজন কবি শিলিগুড়ি থাকেন। বিভিন্ন পত্র পত্রিকায় লেখেন। আজ কলকাতা প্রেস ক্লাবে শিলিগুড়ি চণ্ডাল পাবলিকেশন থেকে প্রকাশিত হলো এই দুই কবির লেখা ” দুই কবির ১০০ দিনের ডায়েরি” ১৭৬ পাতার এই বইটি প্রকাশ করেন বিখ্যাত কবি সুবোধ সরকার। তিনি এই বই প্রকাশ করে বলেন কলকাতা ও শিলিগুড়ির কোনো ভাগ হয় না। বাংলা সাহিত্যে এই বাংলায় নয় শুধু। সারা বিশ্বে আমাদের বাংলা সাহিত্য বিরাজমান। প্রতিদিন নতুন লেখা নতুন লেখক লেখিকা র জন্ম হচ্ছে। সুমন ও সুভান দুজনে ভালো লেখে। অনেক দিন ধরে লেখে। অনেক বইও ওদের প্রকাশিত হয়েছে এর আগে। ওদের এই বই সাফল্য পাক এটাই চাই। এই বই তে রয়েছে এই দুই লেখক এর ১০০ দিনের নানা ছোট গল্প। তারা ১০০ দিনের নানা দেখা সত্যি কারের ঘটনা, ছোট গল্প, কিছু কবিতা, নানা দেশি বিদেশী কবির কবিতার কোলাজ, তাদের নিয়ে কবিতা সহ নানা বৈচিত্র্য পূর্ন লেখা।বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন বরিষণ ঘোষ। শিলিগুড়ি চণ্ডাল পাবলিকেশন থেকে আজ প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন কিশোর সাহা ও সুদেষ্ণা সাহা। বই এর দাম ৩০০ টাকা। আজ প্রেস ক্লাবে এই বই প্রকাশ অনুষ্ঠানে কবি সুবোধ সরকারের জন্মদিন পালন করা হয় কেক কেটে। উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক কিংশুক প্রামাণিক ও সভাপতি স্নেহাশিস শুর।

Indrajit Aich: Two poets Suman Mallik and Subhan. These two poets live in Siliguri. Wrote various papers in newspapers. Today at Calcutta Press Club Siliguri Chandal Publication published the book written by these two poets “100 days diary of two poets” this book of 176 pages was published by the famous poet Subodh Sarkar. He published this book and said that Kolkata and Siliguri are not divided. Bengali literature is not only in this Bengali. Our Bengali literature exists all over the world. New writers are born every day. Both Suman and Subhan write well. Writes for a long time. Many books have been published by them before. I want this book to be successful. This book contains various short stories of 100 days of these two authors. They have 100 days of various events, short stories, some poems, collages of poems by various local and foreign poets, written about them in various varieties including poems. The cover and decoration of the book has been done by Barishan Ghosh. Kishore Saha and Sudeshna Saha from Siliguri Chandal Publication were present at the press club today. The price of the book is 300 rupees. The birthday of poet Subodh Sarkar was celebrated by cutting a cake at the press club today. Club Secretary Kingshuk Pramanik and President Snehashis Shur were present

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights