মৃন্ময় রায় মেখলিগঞ্জ : বুধবার, বিএসএফ তরফে গ্রামের মানুষদের জন্য সোলার লাইট ও সীমান্তের ভোটবাড়ি গ্রামের একটি যোগা টিমের হাতে কম্পিউটার, যোগা সামগ্রী, চ্যাংরাবান্ধার একটি নৃত্যগোষ্ঠীর হাতে নাচের বাদ্যযন্ত্র তুলে দেওয়া হয়েছে। এদিন চ্যাংরাবান্ধা সীমান্ত চৌকিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই এলাকার বিদ্যুৎহীন হাড়িকামাত গ্রামের মানুষের জন্য ১৪ টি সোলার লাইট দেওয়া হয়েছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফের উত্তরবঙ্গের আইজি অজয় সিং, ৯৮ নং ব্যাটালিয়নের সিও দীপক কুমার সহ অন্যান্য বিএসএফের কর্তারা। এই সোলার লাইট পেয়ে দারুণ খুশি বেড়াবন্দী ওই গ্রামের মানুষজন। তাদের বক্তব্য,এই লাইটের ব্যবস্থা হওয়াতে রাতের বেলা দারুণ সুবিধা হবে। বিএসএফের এই উদ্যোগের প্রশংসা করেছেন সীমান্তবাসী। এই উপলক্ষে এদিন সীমান্তে বিএসএফের বাড়তি নজরদারি ব্যবস্থাও জারি ছিল।
Mekhliganj: The BORDER Security Force (BSF) on Wednesday handed over solar lights for the people of the village and computers, yoga items and dance instruments to a dance group in Changrabandha to a yoga team in Bhotbari village on the border. Fourteen solar lights have been provided to the people of Harikamat village without electricity in the area through a function at changrabandha border outpost. Bsf Ig North Bengal Ajay Singh, 98th Battalion CO Deepak Kumar and other BSF officials were present on the occasion. The people of the village are very happy to get this solar light. According to them, the arrangement of these lights will be a great advantage at night. Border residents have praised this initiative of BSF. On this occasion, additional surveillance system of BSF was also in place along the border.