ইন্দ্রজিৎ আইচ ও শুভ ঘোষঃ দ্য ইনস্টিটিউট অফ চাটার্ড একাউন্ট অফ ইন্ডিয়ার দু’দিনের কনভোকেশন অনুষ্ঠিত হচ্ছে আজ থেকে কলামন্দিরে। আজ এই কনভোকেশনের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল জগদীপ ধনকার। উপস্থিত ছিলেন সংস্থার ভাইস প্রেসিডেন্ট দেবাশীষ মিত্র, ছিলেন সুশীল গোয়েল, রঞ্জিত আগারওয়াল, সুনীল সাউ, সুবোধ আগরওয়াল। এক সাংবাদিক সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট দেবাশিস মিত্র জানালেন এই মুহুর্তে আমাদের সারা ভারতে ছাত্র ছাত্রী সংখ্যা সাত লক্ষ পঞ্চাশ হাজার। আজ ৮০০ জনকে মানপত্র দেওয়া হলো। আমাদের তিন বছরের কোর্স। চাটার্ড একাউন্টে আমাদের পড়ানো হয় ফাউন্ডেশন, ইন্টার ব্রিগেড, ফাইনাল। তিন বছরের এই কোর্স ফ্রি খরচ পঞ্চাশ হাজার টাকা। আজ ও কাল এই দুদিন ধরে ছাত্র ছাত্রীদের নিয়ে কনভোকেসন চলবে। এই কনভোকেসন এ বাংলা, ওড়িশা, আন্দাবান নিকোবর ও নর্থ ইস্ট থেকে আজ বহু ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলো।