সারা রাজ্যের পাশাপাশি মালদা জেলা জুড়েও ছট উৎসব পালন করা হল । মালদা শহরের ২৩ নম্বর ওয়ার্ডের কুলদীপ মিশ্র কলোনী এলাকায় ছট উৎসব পালনের আয়োজন করা হয়েছিল। বুক জলে নেমে ছট উৎসব পালন করতে দেখা যায় মহিলাদের। বৃহস্পতিবার বিকেল আনুমানিক সাড়ে চারটা নাগাদ এই ছট উৎসবে শামিল হয়েছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, ইংলিশ বাজার পৌরসভার কাউন্সিলর সুজিত সাহা সহ অন্যান্যরা।