বলরাম হালদার, পুরুলিয়া :-পুরুলিয়া জেলার ক্ষুদ্র শহর বলরামপুরের বাসিন্দা তথা ঝাড়খণ্ডের বোকারো চিন্ময় বিদ্যালয়ের ছাত্র সৌম্যদীপ খাঁয়ের বিশ্বজয়। জানা গেছে বিগত ২০২০সাল থেকে ২১শে মে ২০২১ পর্যন্ত দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে চলা দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রালয় দ্বারা আয়োজিত গ্লোবাল ইয়ুথ এনভারমেন্টাল এসে কনটেস্ট ( বিশ্ব যুব পরিবেশ রচনা ) প্রতিযোগিতায় ভারতবর্ষের একমাত্র প্রতিযোগী হিসাবে বিশ্বে শীর্ষস্থান অর্জন করেছে। তিনি “কোরিয়ায় বিদেশী রাষ্ট্রদূত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের hug-o- brian ইয়ুথ লিডারশিপ ফাউন্ডেশনের সহযোগিতায় কোরিয়া প্রজাতন্ত্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গিয়াংগি-ডো preseident পুরস্কারে ভূষিত হয়েছেন।” এই প্রতিযোগিতা কোরিয়া গণতন্ত্র সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছিল 2020 থেকে 2021সাল পর্যন্ত সময়কালে অনুষ্ঠিত অনলাইন প্রতিযোগিতাটি ভিন্ন ভিন্ন বিভাগে অনুষ্ঠিত হয়েছিল। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল প্রেসিডেন্ট বিভাগ। যে বিভাগে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পঞ্চাশ হাজারের বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে তবে এই বিভাগটি শুধু মাত্র ছাত্র ছাত্রীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না যেখানে সমাজের সর্বস্তরের বিশিষ্ট ব্যাক্তিগণ অংশগ্রহণ করেছিলেন। প্রতিযোগিতাতে অংশগ্রহণকারী সকলকে পেছনে ফেলে সাফল্য ছিনিয়ে নেন বলরামপুরের ছেলে সৌম্যদীপ যিনি প্রতিযোগিতায় গ্রহণকারী সর্ব কনিষ্ট প্রতিযোগী। আজ শনিবার নিজের বাড়িতে দাঁড়িয়ে সেই সাফল্যের পুরো কাহিনী শোনালেন সৌম্যদীপ খাঁ। তাঁর এই সাফল্য শুধু তার মা বাবা, থেকে প্রতিবেশী বা বিদ্যালয়ের নাম উজ্জ্বল করে নি, বিশ্ব দরবারে ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছে সৌম্যদীপ।