মৃন্ময় রায় মেখলিগঞ্জ: বাবা মায়ের অনুপস্থিতিতে প্রতিবেশী গোপাল সরকার শিশুটিকে প্রলোভন দেখিয়ে নিজের বাড়ি নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। তারপর বাবা মাকে শিশুটি এই ঘটনার কথা জানায়। এরপর ঘটনাস্থলে পুলিশ আসে ও শিশুটিকে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে কোচবিহার পাঠানো হয়।এরপরেই শুক্রবার রাতেই মেখলিগঞ্জ থানার পুলিশ গোপাল সরকার কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গোপাল সরকারকে আদালতে তোলা হলে তিন দানের পুলিশ হেফাজত দেওয়া হয়। মঙ্গলবার পুলিশ হেফাজত শেষ হয়। গোপাল সরকারকে আবার আদালতে তোলা হলে জেল কাস্টাডি দেওয়া হয়।গোপাল সরকার জেলা যাওয়ার আগে নিজেকে নির্দোষ বলে দাবি করেন ও তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেন। পাশাপাশি তিনি বিজেপি করেন দেখে তৃণমূল কংগ্রেস ও পার্শ্ববর্তী এলাকার ক্লাব মিলিত ভাবে চক্রান্ত করে ফাঁসিয়েছে বলে দাবি করেন। পাশাপাশি মেয়েটির বাবা ও মা গোপাল সরকারের কঠোর শাস্তির দাবি তুলেছেন।
