গোয়ালপোখর সি আই অফিসের সংস্কার করে নতুনভাবে উদ্বোধন


ডালখোলাঃ মোহাম্মদ জাকারিয়াঃ  ডালখোলা এসডিপিও এবং গোয়ালপোখর সিআই অফিসের সংস্কার করে নতুনভাবে উদ্বোধন করা হয় শনিবার সন্ধ্যায় উত্তর দিনাজপুর জেলার ডালখোলার তিস্তা পল্লীতে। উদ্বোধন করেন ইসলামপুর পুলিশ সুপার বিসোপ সরকার। এদিন অনুষ্ঠানের মাধ্যমে এলাকার গরিব অসহায় মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
ইসলামপুর পুলিশ সুপার বিসোপ সরকার বলেন আমাদের এসডিপিও অফিস আগে থেকেই ছিল, অফিসের ভেতরটা একটু খারাপ হয়ে যাচ্ছিল, সেজন্য ওটা সংস্কার করা হয়। আমাদের এসডিপিও খুব উদার মনের হওয়ায়, স্থানীয় দুস্থ মানুষদের কম্বল বিতরণের ব্যবস্থা করা হয়। এদিন উপস্থিত ছিলেন ইসলামপুর পুলিশ সুপার বিসোপ সরকার। অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক কুমার মন্ডল।  বিহারের বারসোয়ের এস ডি পি ও, করণদিঘীর বিধায়ক গৌতম পাল। চাকুলিয়ার বিধায়ক মিনাজুল আফরিন আজাদ অন্যান্যরা।
Dalkhola: The Dalkhola SDPO and Goalpokhar CI offices were renovated and re-inaugurated on Saturday evening at Teesta Palli of Dalkhola in North Dinajpur district. Islampur Superintendent of Police (SP) Bisop Sarker inaugurated the event. On this day, blankets were distributed among the poor helpless people of the area through the program. Islampur Superintendent of Police (SP) Bisop Sarker said, “Our SDPO office was already there, the inside of the office was getting a little worse, so it was renovated. Since our SDPO is also very liberal in mind, arrangements are made to distribute blankets to the local distressed people. Islampur Superintendent of Police Bisop Sarkar was present on the occasion. Additional Superintendent of Police Kartik Kumar Mandal.  Goutam Pal is the SDPO from Barso in Bihar and mla from Karandighi. Chakulia MLA Minajul Afrin Azad is the other one.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights