জীবন খাতার প্রতি পাতায়


শুভ ঘোষের রিপোর্টঃ আজকে কলকাতার প্রেসক্লাব আয়োজিত হলো মলয় কুমার দাশ প্রথম নিবেদিত (জীবন খাতার প্রতি পাতায়) বাংলা সিনেমা, কাহিনী ও চিত্রনাট্য ও পরিচালনা দীপক সান্যাল, সোহ প্রযোজনায় রাকেশ সাধু , শীর্ষ সংগীত ও পরিচলনায় কুমার সাধু, অংশুমান চট্টোপাধ্যায়,আবহ সংগীত দেবজিত রায়, চিত্র গ্ৰহণ সৌমিত্র হালদার। অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়, অরুণ বন্দোপাধ্যায়, মিঠু মুখার্জি, ইন্দ্রানী চ্যাটাজি আরও একটি বিশিষ্ট ব্যক্তিবর্গ অভিনয় করেছেন।

Shubha Ghosh’s report: Today, the Press Club in Kolkata is organized by Malay Kumar Das first dedicated (per page of Jeevan Khata) bengali cinema, story and screenplay and direction by Deepak Sanyal, Soh produced by Rakesh Sadhu, Shirsh Sangeet and Cinematography Kumar Sadhu, Anshuman Chattopadhyay, Abha Sangeet Debjit Roy, Chitra Grahan Saumitra Haldar. The cast includes late actor Soumitra Chatterjee, actresses Savitri Chatterjee, Arun Bandopadhyay, Mithu Mukherjee, Indrani Chatterjee and another prominent cast.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights