পরিচালক দেবজিত মণ্ডলের ভূতের ছবি “অহেলি” মুক্তি পাচ্ছে আগামী ২৮ অক্টোবর শুক্রবার


ইন্দ্রজিৎ আইচ : বনশ্রীতা ফিল্মস নিবেদিত ও বিশ্বব্রত মাইতি প্রযোজিত ভৌতিক ছবি ” অহেলি ” মুক্তি পাচ্ছে আগামী ২৮ অক্টোবর ২০২২ শুক্রবার। ছবি মুক্তির আগে আজ কলকাতা প্রেস ক্লাবে হয়ে গেলো ছবির ট্রেলার লঞ্চ। এক সাংবাদিক সন্মেলনে এই ছবির কাহিনীকার, চিত্রনাট্যকার ও পরিচালক দেবজিত মন্ডল জানালেন এটা তার প্রথম ছবি। সল্প বাজেটে করা। অনেক দিন আগে এই ছবির শুটিং হয়েছে। ডুয়ার্স এ আউট ডোর শুটিং করেছেন সকলে। অভিনয় আছেন অনামিকা সাহা, বোধিসত্ত্ব মজুমদার, দেবাশিস গাঙ্গুলি, নবাগতা শিশু শিল্পী বনশ্রীতা ও বিনিতা বল। আজ ট্রেলার লঞ্চে হাজির ছিলেন অভিনেত্রী অনামিকা সাহা। তিনি এই ছবির সার্বিক সাফল্য কামনা করেন। মঞ্চে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলী,প্রযোজক, পরিচালক, সহ পরিচালক শর্মিষ্ঠা দাস, আবহ সঙ্গীত পরিচালক আর জি রাহুল সহ আরো অনেকেই।

Indrajit Aich: The horror film “Aheli”, dedicated to Banasreeta Films and produced by Biswabrata Maiti, will be released on Friday, October 28, 2022. Before the release of the film, the trailer launch of the film was held at the Kolkata Press Club today. At a press conference, the film’s story writer, screenwriter and director Debjit Mondal said that this is his first film. Done on a small budget. This film was shot a long time ago. Everyone shot out door at Dooars. The cast includes Anamika Saha, Bodhisattva Majumdar, Debashis Ganguly, newcomer child artists Banasreeta and Binita Bal. Actress Anamika Saha was present at the trailer launch today. He wished the film all success. The film’s cast, producer, director, assistant director Sharmistha Das, background music director R G Rahul and many others were present on the stage.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights