সোমনাথ ভট্টাচার্য পরিচালনায় এন টি ওয়ানে শুরু হল ছোট্ট পিকলুর দৃশ্যগ্রহণ পর্ব


ইন্দ্রজিৎ আইচঃ আর্থসামাজিক অবক্ষয়কে পাথেয় করে নতুন বাংলা কাহিনীচিত্র ‘ছোট্ট পিকলু’ (Chhotto Piklu)-র দৃশ্যগ্রহণ শুরু হল কোলকাতার ইন টি ওয়ান স্টুডিও (N T1 Studio)-তে। দৃশ্যগ্রহণ করার ফাঁকে ফাঁকে এই কাহিনীচিত্রের নির্দেশক সোমনাথ ভট্টাচার্য (Somnath Bhattacharyay, Director, Chhotto Piklu) জানান, “বর্তমান আর্থসামাজিক পরিস্থিতিতে চারদিকেই অবক্ষয় জনিত দৃশ্যের কোলাজ। ‘ছোট্ট পিকলু’ও তার বাইরে নেই। ‘পিকলু’ (শঙ্খদীপ ব্যানার্জি)-কে ঘিরেই এই কাহিনীচিত্রের এগিয়ে চলা।” দৃশ্যগ্রহণ পর্বের শেষে এই কাহিনীচিত্রের দুই প্রযোজক সুদীপ দাস ও সুশান্ত দে জানান, “পুরুলিয়ার ছেলে পিকলু বিদ্যালয়ে লেখাপড়া করার পাশাপাশি ভবিষ্যতে সফল ক্রিকেটার হতে চায়। কিন্তু বিভিন্ন কারণে ওকে পড়ালেখা ছেড়ে দিতে হয়। সামনে আসতে থাকে একের পর এক বাঁধা। এই বাঁধাগুলোকে টপকে এগিয়ে যাওয়ার কাহিনীচিত্র ‘ছোট্ট পিকলু’।
কাহিনীচিত্রের নির্দেশক সোমনাথ ভট্টাচার্য আরো জানিয়েছেন, এই ছবির শুটিং হবে পুরুলিয়া ও বীরভূমে। “দৃশ্যগ্রহণের একটা বড়ো অংশ পুরুলিয়ায় করার ইচ্ছা আছে। কাহিনীচিত্রে চারটে গান থাকবে। বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন পার্থসারথি চক্রবর্তী (পিকলুর বাবা), অর্পিতা ভট্টাচার্য (পিকলুর মা), খরাজ মুখার্জি, ভাস্কর ব্যানার্জি, লোকেশ ঘোষ সহ আরো অনেকে।” এই ছবির সব থেকে উল্লেখ যোগ্য বিষয় নায়িকা রূপে এই চলচ্চিত্রে প্রথম দেখা যাবে দক্ষিণ ভারতীয় অভিনেত্রী অ্যানমেরী টম (Annmary Tom)-কে। টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রী নির্মিত ধারাবাহিক দিয়ে অ্যানমেরী-র রুপালি জগতে প্রবেশ।
‘ছোট্ট পিকলু’ চলচ্চিত্রে ‘নতুন দিদিমণি’-র ভূমিকায় দেখা যাবে এই প্রাণবন্ত অভিনেত্রীকে। মিউজিক করেছেন বাবুল বোস।
The shooting of the new Bengali film ‘Chhotto Piklu’ has started at In t1 Studio in Kolkata. Somnath Bhattacharya, Director, Chotto Piklu, director of the film, said, “In the current socio-economic situation, there is a collage of scenes of degradation all around. ‘Little Piklu’ is not out of it either. The story revolves around ‘Piklu’ (Shankhdeep Banerjee). At the end of the shooting, the two producers of the film, Sudip Das and Sushanta Dey, said, “The son of Purulia wants to be a successful cricketer in the future besides studying in Piklu School. But for various reasons, he had to leave his studies. One after the other, obstacles come forward. The story of moving forward by overcoming these obstacles is ‘Little Piklu’.
Somnath Bhattacharya, the director of the film, also said that the shooting of the film will be done in Purulia and Birbhum. “There is a desire to do a major part of the shooting in Purulia. There will be four songs in the story. Parthasarathy Chakraborty (Piklu’s father), Arpita Bhattacharya (Piklu’s mother), Kharaj Mukherjee, Bhaskar Banerjee, Lokesh Ghosh and many others will play different roles. South Indian actress Annmary Tom will be seen in the film for the first time as the heroine of this film. Honori’s entry into the silver world with a series produced by the Tollywood film Industry. The lively actress will be seen in the role of ‘New Didimani’ in the film ‘Chhoti Piklu’. The music is composed by Babul Bose.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights