২৭ এ ডিসেম্বর মুক্তি পাচ্ছে অভিজ্ঞান মুখোপাধ্যায় পরিচালিত “কানেকশান ৯৯”


ইন্দ্রজিৎ আইচঃ কানেকশান অর্থাৎ যোগাযোগ বা সংযোগ যেখানে মিশে আছে এক ভালোবাসা। সেই ভালোবাসা কি সত্যি ছিলো না ছিলো না তাই নিয়ে ৪৫ মিনিটের শর্ট ফিল্ম কানেকশান ৯৯। সম্প্রতি দক্ষিণ কলকাতার একটি কফি শপে দেখানো হলো এই শর্ট ফিল্ম টি। এই গল্পের ভাবনা শুভম তালুকদার। কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা অভিজ্ঞান মুখোপাধ্যায়। চিত্রগ্রহণ ও সঙ্গীত করেছেন প্রমিত গাঙ্গুলী। প্রযোজনা এস ডি প্রোডাকশন। কানেকশান ৯৯ এই গল্পটি ভালোবাসা আবার না ভালোবাসার গল্প। এই ছবিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন (অরণ্য) অভিজ্ঞান মুখোপাধ্যায় ও (লতিকা) শ্রীজিতা চক্রবর্তী ও সুপ্রিতা দাসগুপ্ত। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন (প্রিয়) সম্রাজ্ঞী সাহা, ( ডাক্তার লাল্টু) দেব দত্ত ঘোষ, (ইন্দ্রজিৎ) রাহুল বেরা। এই ছবির শুটিং হয়েছে শ্রীরামপুর ও কলকাতায়। এই ছবিটি আগামী ২৭ এ ডিসেম্বর মঙ্গলবার ওয়েব প্ল্যাটফর্ম সিরিজ নাও তে মুক্তি পাবে। এক সাংবাদিক সন্মেলনে এই কথা জানালেন কানেকশান ৯৯ এর পরিচালক ও অভিনেতা অভিজ্ঞান মুখোপাধ্যায়। এইদিন ছবির সকল কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

Indrajit Aich: Connection means communication or connection where there is a love. Was that love not true, so the 45-minute short film Connection 99. The short film was recently screened at a coffee shop in south Kolkata. Shubham Talukder is the idea of this story. The story, screenplay and direction are by Abhigyan Mukherjee. The filming and music has been done by Pramit Ganguly. ProductionS SD Productions. Connection 99 This story is a story of love and not love. The film stars Abhigyan Mukherjee and Srijita Chakraborty and Suprita Dasgupta in the lead roles. Other characters are played by (Dear) Empress Saha, (Doctor Laltu) Deb Dutta Ghosh, (Indrajit) Rahul Bera. The film has been shot in Serampore and Kolkata. The film will be released on the web platform Series Now on Tuesday, December 27. This was stated by Connection 99 director and actor Abhigyan Mukherjee at a press conference. All the cast and crew of the film were present on this day.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights